shono
Advertisement

লাইনচ্যুত উপবন এক্সপ্রেস, দুর্ঘটনায় ক্রমশই বাড়ছে মৃতের সংখ্যা

নিহতদের নাম-পরিচয় জানার কাজ চলছে৷ The post লাইনচ্যুত উপবন এক্সপ্রেস, দুর্ঘটনায় ক্রমশই বাড়ছে মৃতের সংখ্যা appeared first on Sangbad Pratidin.
Posted: 11:43 AM Jun 24, 2019Updated: 11:43 AM Jun 24, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাইনচ্যুত সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেসের কয়েকটি বগি৷ তাতেই এখনও পর্যন্ত নিহত পাঁচজন৷ ট্রেন দুর্ঘটনায় জখম শতাধিক ব্যক্তি৷ মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে৷ যুদ্ধকালীন তৎপরতায় আহত এবং নিহতদের উদ্ধার কাজ চলেছে৷

Advertisement

[ আরও পড়ুন: চুক্তি কার্যকর, আগামী মাসেই বাংলাদেশের অনুষ্ঠান দেখা যাবে দূরদর্শনে]

রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ মৌলভী বাজারের কুলাউড়ার বরমচাল এলাকায় রেলপথের একটি কালভার্টের উপর দিয়ে ট্রেনটি যাচ্ছিল৷ সেই সময় আচমকাই কালভার্ট ভেঙে যায়৷ উপবন এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে খালে পড়ে যায়৷ তাতেই একে একে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে৷ ট্রেন দুর্ঘটনায় জখম হয়েছেন শতাধিক যাত্রী৷ তাঁদের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক৷ জরুরি বিভা‌গে চি‌কিৎসা চলছে ৬০ জনের। শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক আঘাত থাকায় ২০ জনকে সি‌লেট ওসমানি মে‌ডি‌ক্যাল ক‌লে‌জ হাসপাতালে পাঠা‌নো হ‌য়ে‌ছে। হতাহতের সংখ্যা আরও বাড়‌তে পা‌রে।

[ আরও পড়ুন: অপহরণ করে দুই কিশোরীকে একটানা ২০ দিন ধর্ষণ, গ্রেপ্তার অভিযুক্ত]

এই ঘটনার পর থেকে উদ্বিগ্ন উপবন এক্সপ্রেসের যাত্রীদের আত্মীয়রা৷ ইতিমধ্যেই হাসপাতালে ভিড় জমিয়েছেন বহু মানুষ৷ কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের মূল দরজার বাইরে ভিড় সামাল দেওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে৷ তবে নিহত পাঁচজনের মধ্যে মাত্র একজনের পরিচয় জানা গিয়েছে৷ মনোয়ারা পারভিন নামে নিহত ওই মহিলা কুলাউড়ার কাদিপুর ইউনিয়নের গুপ্তগ্রামের বাসিন্দা৷ পারভিনের আত্মীয়রা তাঁর দেহ শনাক্ত করেছেন৷ ময়নাতদন্তের পরই পরিজনদের হাতে দেহ তুলে দেওয়া হবে৷ বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে৷ ইতিমধ্যেই আহতদের সঙ্গে দেখা করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মহম্মদ তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মহম্মদ শাহজালাল-সহ পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা। কীভাবে এমন ভয়াবহ ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ৷

The post লাইনচ্যুত উপবন এক্সপ্রেস, দুর্ঘটনায় ক্রমশই বাড়ছে মৃতের সংখ্যা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement