সুব্রত বিশ্বাস: রেলট্র্যাকের রক্ষণাবেক্ষণের জন্য শনিবার ও রবিবার ১০ ঘণ্টার জন্য বাতিল শিয়ালদহ (Sealdah) মেন ও কর্ড লাইনের একাধিক ট্রেন। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে তার বিস্তারিত জানানো হয়েছে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার রাত ১১ টা থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত শিয়ালদহের ৫ থেকে ১০ নং প্ল্যাটফর্মে কোনও ট্রেন চলাচল করবে না। যার জেরে মেন শাখায় রানাঘাট, শান্তিপুর ছাড়াও হাবড়া, বনগাঁ, ডানকুনি শাখায় প্রচুর ট্রেন বাতিল (Cancel)থাকছে। একঝলকে দেখে নিন শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত কোন কোন ট্রেন চলবে না –
শিয়ালদহ মেন শাখা
- আপ ও ডাউন রানাঘাট লোকাল
- আপ ও ডাউন কল্যাণী সীমান্ত লোকাল
- আপ ও ডাউন বারাকপুর লোকাল
- আপ ও ডাউন শান্তিপুর লোকাল
আপ ও ডাউনে হাবড়া, বনগাঁ, ডানকুনি লোকাল বাতিল –
আবার বারাসত-হাসনাবাদ শাখায় সাড়ে ৬ ঘণ্টার জন্য বাতিল থাকবে কয়েকটি ট্রেন। রাত ১১টা থেকে সকাল সাড়ে পাঁচটা পর্যন্ত বাতিল থাকবে কয়েকটি ট্রেন। আপ ও ডাউনের (Up and Down) সোনাদিয়া ও লেবুতলার মধ্যে ট্রেন চলাচল করবে না।
[আরও পড়ুন: তুরস্কের ভূমিকম্পে রক্ষা পাননি, অবশেষে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ফুটবলার আতসুর দেহ]
অন্যদিকে, বালিগঞ্জ স্টেশনের পুরনো ফুট ওভারব্রিজ মেরামতির কাজ চলতে থাকায় শনিবার রাত ১০টা ৩৫ থেকে রবিবার সকাল ৮টা ৩৫ পর্যন্ত চলবে না কয়েকটি ট্রেন। বাতিল থাকছে শিয়ালদহ-বজবজ লোকাল। আপ ও ডাউন নৈহাটি-বজবজ লোকালকে শিয়ালদহ দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। এছাড়া বাতিল –
- আপ ও ডাউন বারাসত-হাসনাবাদ লোকাল
- আপ ও ডাউন শিয়ালদহ-হাসনাবাদ লোকাল
এই দুই শাখায় ৮ টি ইএমইউ লোকাল ট্রেন (Local Trains) বাতিল থাকবে এই কয়েক ঘণ্টার জন্য। এতগুলি শাখায় এত ট্রেন বাতিলে যাত্রীদের অসুবিধার কথা স্বীকার করে নিয়েছে রেল। তার জন্য দুঃখপ্রকাশও করেছে।