সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাউন্টিতে আগুনে বোলিং পাকিস্তানের তারকা বোলার শাহিন আফ্রিদির (Shaheen Afridi)।
প্রথম ওভারে চারটি উইকেট নিয়ে নতুন নজির গড়েন তিনি। টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম বোলার হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তানের এই বাঁ হাতি পেসার।
নটিংহ্যামে ম্যাচটি ছিল নটিংহ্যামশায়ার ও ওয়ারউইকশায়ারের মধ্যে। নটিংহ্যামশায়ারের খেলোয়াড় শাহিন আফ্রিদি।
[আরও পড়ুন: মেসির বাঁ খাওয়ানো শটে গোলই উয়েফার বিচারে সেরা, ইউরোপ ছাড়লেও ছাপ ফেলে গেলেন জাদুকর]
প্রথম বলেই ওয়ারউইকশায়ারের ক্যাপ্টেন অ্যালেক্স ডেভিসকে আউট করেন আফ্রিদি। খাতা না খুলেই ফেরেন তিনি। পাক পেসারের বাঁক খাওয়ানো বলে এলবিডব্লিউ হন ডেভিস।
দ্বিতীয় বলে ক্রিস বেঞ্চামিনকে ফেরান আফ্রিদি। ডেভিসের মতো বেঞ্জামিনও রান করার আগেই প্যাভিলিয়নে ফিরে যান। আফ্রিদি হ্যাটট্রিক পাননি ঠিকই কিন্তু ওভারের শেষ দুটো বলে তুলে নেন দু’ উইকটে। ড্যান মুসলি এবং এড বার্নার্ড পাক পেসারের শিকার।
প্রথম ওভারে চার উইকেট নেওয়ায় আফ্রিদি নজির গড়েন। টি-টোয়েন্টি ফরম্যাটে এর আগে কেউ প্রথম ওভারেই চার উইকেট নিতে পারেননি। কিন্তু আফ্রিদির এই প্রচেষ্টা ব্যর্থ হয়। হার মানতে হয় নটিংহ্যামশায়ারকে। নটিংহ্যামশায়ার প্রথমে ব্যাট করে ১৬৮ রান করে। ব্যাট করতে নেমে পাঁচ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় ওয়ারউইকশায়ার। আফ্রিদি চার ওভার হাত ঘুরিয়ে চারটি উইকেট নেন। শুরুতেই আফ্রিদি উইকেট তুলে নিলেও ম্যাচটা কিন্তু জেতাতে পারেননি।