সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শত্রুদেশকে সাহায্য করছেন দানিশ কানেরিয়া। তাঁর কথাবার্তা ধর্মীয় হানাহানিতে উসকানি দিচ্ছে। এবার প্রাক্তন পাক স্পিনারকে পালটা আক্রমণ করলেন শাহিদ আফ্রিদি (Shahid Afridi)। বছর দুই আগে এই আফ্রিদির বিরুদ্ধেই বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছিলেন কানেরিয়া। দাবি করেছিলেন, স্রেফ হিন্দু বলে পাক দলে তাঁকে ব্রাত্য রাখতেন আফ্রিদি। প্রাক্তন পাকিস্তানি অধিনায়ক এতদিন নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ নিয়ে নীরব ছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নীরবতা ভেঙেছেন আফ্রিদি।
২০২০ সালের মাঝামাঝি হঠাৎ দানিশ কানেরিয়া (Danish Kaneria) অভিযোগ করেন, পাক দলে খেলার সময় ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন তিনি। শুরু থেকেই শাহিদ তাঁর বিরুদ্ধে ছিলেন। তাঁকে সবসময় অন্যদের থেকে আলাদা করে দেখতেন তৎকালীন পাক অধিনায়ক। প্রাক্তন পাক (Pakistan Cricket Team) স্পিনারের বক্তব্য ছিল,”আমরা যখন একসাথে খেলতাম ও আমাকে সবসময় দলের বাইরে রাখত। ও আমাকে ওয়ানডে ক্রিকেট খেলতেই দেয়নি। ১০ বছরের কেরিয়ারে আমি মাত্র কয়েকটা ম্যাচ খেলেছি। কারণ বছরে আমাকে ২-৩টের বেশি ম্যাচ খেলার সুযোগই দেওয়া হত না।”
[আরও পড়ুন: ডায়মন্ড হারবার ক্লাবের দায়িত্ব নিচ্ছেন মোহনবাগানের প্রাক্তন কোচ কিবু ভিকুনা, আগামী সপ্তাহেই শুরু প্রাকটিস]
দানিশ অভিযোগ করছিলেন, হিন্দু হওয়ায় সতীর্থরা তাঁর সঙ্গে বিদ্বেষমূলক আচরণ করত। ধর্মবিদ্বেষ নিয়ে মুখ খোলায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) তাঁর রোজগার বন্ধের চেষ্টা করছে। এমনকী, তাঁকে টেলিভিশন চ্যানেলে কাজ দেওয়াও বন্ধ করে দেওয়া হয়েছে। তবে দানিশের মূল নিশানা ছিলেন আফ্রিদিই। এতদিন বাদে পাকিস্তানের অন্যতম সফল স্পিনারের সেইসব অভিযোগ খণ্ডন করলেন আফ্রিদি।
[আরও পড়ুন: বাড়ছে রাজনীতিতে যোগের জল্পনা? শাহর সঙ্গে নৈশভোজের পরদিনই এক মঞ্চে সৌরভ-ফিরহাদ]
এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেন,”যে এসব অভিযোগ করছে, তাঁর নিজের চরিত্রটা একবার দেখুন। ও শুধু সস্তার জনপ্রিয়তা পেতে আমাকে টার্গেট করছে। কানেরিয়া আমার নিজের ছোট ভাইয়ের মতো ছিল। আমরা বছরের পর বছর একসঙ্গে খেলেছি।” প্রাক্তন পাক অধিনায়কের সাফ কথা,”ওর চরিত্র সবাই জানে। আমার আচরণ যদি খারাপই হবে, তাহলে ও সেইসময় কেন পাক দলে অভিযোগ করেনি। তাছাড়া ও তো আমাদের শত্রু দেশকে সাক্ষাৎকার দিচ্ছে, ওর কথাবার্তায় ধর্মীয় উসকানি আছে।”