shono
Advertisement

নৈহাটিতেও ‘সাম্রাজ্য’ শাহজাহানের! ‘জমি হাঙরে’র সঙ্গে ‘আঁতাঁত’ পার্থর, বিস্ফোরক অর্জুন

সন্দেশখালির সরবেড়িয়ার আকুঞ্জপাড়ায় বিঘার পর বিঘা জমি, একের পর এক ভেড়ি, প্রাসাদোপম বাড়ি শেখ শাহজাহানের। তবে এখানেই শেষ নয়। অর্জুন সিংয়ের দাবি, সন্দেশখালির মতো নৈহাটিতেও নাকি বিশাল 'সাম্রাজ্য' সাসপেন্ডেড তৃণমূল নেতার। বিশাল সম্পত্তির মালিকের সঙ্গে সেখানকার স্থানীয় বিধায়ক পার্থ ভৌমিকের যোগসাজশ থাকলেও থাকতে পারে বলেই সন্দেহপ্রকাশ করেন বারাকপুরের 'বাহুবলী'।
Posted: 02:55 PM Mar 14, 2024Updated: 11:25 PM Mar 14, 2024

অর্ণব দাস, বারাকপুর: সন্দেশখালির সরবেড়িয়ার আকুঞ্জপাড়ায় বিঘার পর বিঘা জমি, একের পর এক ভেড়ি, প্রাসাদোপম বাড়ি শেখ শাহজাহানের। তবে এখানেই শেষ নয়। অর্জুন সিংয়ের দাবি, সন্দেশখালির মতো নৈহাটিতেও নাকি বিশাল ‘সাম্রাজ্য’ সাসপেন্ডেড তৃণমূল নেতার। বিশাল সম্পত্তির মালিকের সঙ্গে সেখানকার স্থানীয় বিধায়ক পার্থ ভৌমিকের যোগসাজশ থাকলেও থাকতে পারে বলেই সন্দেহপ্রকাশ করেন বারাকপুরের ‘বাহুবলী’। আদৌ তাঁদের আঁতাঁত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা প্রয়োজন বলেও দাবি অর্জুনের।

Advertisement

বৃহস্পতিবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিক বৈঠক করেন অর্জুন সিং (Arjun Singh)। বিজেপিতে প্রত্যাবর্তনের জল্পনায় সিলমোহর দিয়ে তিনি একের পর এক বোমা ফাটান। উঠে আসে বর্তমানে সিবিআই হেফাজতে থাকা সন্দেশখালির ‘ত্রাস’ শেখ শাহজাহানের প্রসঙ্গও। তিনি দাবি করেন, “নৈহাটিতে সন্দেশখালির বাদশা শেখ শাহজাহানের বিঘার পর বিঘা জমি কেনা রয়েছে। পার্থ ভৌমিক সন্দেশখালিতে ছুটেছিলেন শেখ শাহজাহান, উত্তম সর্দার ও শিবু হাজরাদের বাঁচাতে। ওদের সম্পত্তির সঙ্গে বিধায়ক যুক্ত কিনা, সেটা দেখতে হবে।”

[আরও পড়ুন: অভিষেকের চ্যালেঞ্জ গ্রহণ বিজেপির, ময়দানে নামার সময় জানিয়ে দিলেন তৃণমূলের ‘সেনাপতি’]

বলে রাখা ভালো, নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিকই বারাকপুরের তৃণমূল প্রার্থী। আর তা নিয়েই যত অসন্তোষ। কেন লোকসভা নির্বাচনে বারাকপুর কেন্দ্রের টিকিট দেওয়া হল না, তা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরেও দেন অর্জুন সিং। ‘বিদ্রোহী’ অর্জুন ফের বিজেপিতে প্রত্যাবর্তনের সিদ্ধান্তও নেন। আর তার পরই পার্থ ভৌমিকের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি অর্জুনের। যদিও পার্থ ভৌমিক অর্জুনের অভিযোগ উড়িয়ে দেন। “এতদিন কেন একথা বললেন না?”, পালটা প্রশ্ন তুলেছেন বারাকপুরের তৃণমূল প্রার্থী।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি, সন্দেশখালির সরবেড়িয়ার আকুঞ্জপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি। সেখানে গিয়ে আক্রান্ত হন তিন আধিকারিক। শাহজাহান অনুগামীদের হামলায় ঝরে রক্ত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গাড়িতেও ব্যাপক ভাঙচুর করা হয়। সন্দেশখালির শাহজাহানের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। বিঘার পর বিঘা জমি, ভেড়ি দখল এবং নারী নির্যাতনের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। দফায় দফায় আগুন জ্বলে সন্দেশখালির বিভিন্ন প্রান্তে। অশান্ত সন্দেশখালিতে বার বার যান পার্থ ভৌমিক, সুজিত বসুরা। সেই প্রসঙ্গই এদিন টেনে আনলেন অর্জুন সিং।

[আরও পড়ুন: ‘বিজেপিতে ফিরছি, লাইনে আরও বড় নেতা’, বিস্ফোরক দাবি ‘গেরুয়া’ অর্জুনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার