shono
Advertisement

ভক্তকে সপাটে চড় ‘নেতা’ শাকিবের! বাংলাদেশ অধিনায়কের বিতর্কিত ভিডিও ভাইরাল

প্রথমবার ভোটে লড়েই জয়ী শাকিব আল হাসান।
Posted: 10:02 AM Jan 08, 2024Updated: 10:02 AM Jan 08, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমবার ভোটে দাঁড়িয়েই বিপুল ভোটে জয় পেয়েছেন শাকিব আল হাসান। তবে নির্বাচনে জয়ের দিনই তুমুল বিতর্কে জড়ালেন বাংলাদেশের অধিনায়ক। ভোটকেন্দ্রে গিয়ে এক ব্যক্তিকে সপাটে চড় কষানোর অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে শাকিবের বিতর্কিত ভিডিও। যদিও চড় মারার ঘটনাটি কবে ঘটেছে, সেই নিয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি। তবে তা প্রকাশ্যে এসেছে বাংলাদেশের নির্বাচনের ফল বেরনোর পর।

Advertisement

প্রথমবার নির্বাচনী লড়াইয়ে নেমেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক শাকিব (Sakib Al Hasan)। মাগুরা-১ আসনে আওয়ামি লিগের প্রার্থী হন তিনি। নির্বাচনা প্রচারে খোদ শেখ হাসিনাই (Sheikh Hasina) তাঁকে ব্যাপক সমর্থন দেন। নেত্রীর কথা রেখে নির্বাচনী ময়দানে ছক্কাই হাঁকান শাকিব। লক্ষাধিক ভোটে নিজের কেন্দ্রে জিতেছেন তিনি। জয়ের আনন্দে অবশ্য প্রতিশ্রুতির কথা ভুলে যাননি। বলেন, ”জয়ের ব্যাপারে আশাবাদী ছিলাম। ভোটারদের কাছ থেকে বিপুল সাড়া পেয়েছি। মাগুরার উন্নয়নে নিজেকে উৎসর্গ করব।”

[আরও পড়ুন: ‘দেশের পাশে রয়েছি’, মালদ্বীপগামী সমস্ত বিমানের বুকিং বাতিল ট্রাভেল এজেন্সির]

তবে জয়ের আনন্দের মধ্যেই ছড়িয়ে পড়ে শাকিবের বিতর্কিত ভিডিও। দেখা যাচ্ছে, সম্ভবত নিজের ভোটকেন্দ্রেই ভোট দিতে যাচ্ছিলেন টাইগার অধিনায়ক। সেই সময়ে তাঁকে ঘিরে ধরেন একদল ভক্ত। সঙ্গে সঙ্গেই মেজাজ হারান শাকিব। পিছনে ঘুরে সপাটে চড় কষিয়ে দেন এক ব্যক্তির গালে। আওয়ামি লিগ নেতার এমন মূর্তি দেখে এলাকা ছেড়ে চলে যান অনেকেই। ভিডিওটি ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। তবে প্রশ্ন ওঠে, কবে এমন আচরণ করেছেন শাকিব? অনেকের মতে, নির্বাচনের সপ্তাহখানেক আগের ভিডিও এখন ভাইরাল হচ্ছে। আবার কেউ বলছেন, নির্বাচনের দিনইএই কাণ্ডটি ঘটিয়েছেন শাকিব। তবে চড় বিতর্ক নিয়ে শাকিবের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

[আরও পড়ুন: রামমন্দিরের গর্ভগৃহে রামলালার কষ্টিপাথরের মূর্তি, প্রতি রামনবমীতে সূর্যরশ্মি পড়বে বিগ্রহের ললাটে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement