সুকুমার সরকার, ঢাকা: দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে অনেকবারই কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে শাকিব আল হাসানকে। কখনো আইসিসি থেকে নিষেধাজ্ঞায় পড়েছেন, বিসিবি থেকে শাস্তি পেয়েছেন কখনো বা খারাপ ফর্ম কিংবা ভক্তদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে সমালোচিত হতে হয়েছে। তবে এবার যেন সবকিছুকে ছাড়িয়ে গেছে। ছাত্রদের আন্দোলন নিয়ে নীরব থাকায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয়। আওয়ামি লিগ সরকারের পতনের পর সংসদ সদস্য পদটিও হারিয়েছেন তিনি। এমন বিপর্যয়ের মাঝে সুখবর- রবিবার রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে টাইগাররা। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাটিং ধসিয়ে দিতে মিরাজ ও শাকিব অসাধারণ বোলিং করেছেন। তিন উইকেট তুলে নিয়েছেন তারকা অলরাউন্ডার।
হত্যা মামলার আসামি হয়ে বড্ড বেকায়দায় একদা বিশ্বসেরা অলরাউন্ডার শাকিব আল হাসান। তাঁর ক্রিকেট কেরিয়ারেই যতিচিহ্ন পড়ার মতো অবস্থা। বিপদের এই মুহূর্তে বাংলাদেশের তারকা ক্রিকেটারদের পাশে পাচ্ছেন শাকিব আল হাসান। পোশাককর্মী রুবেলকে হত্যার নির্দেশ দিয়েছেন, এই মর্মে গত বৃহস্পতিবার ২২ আগস্ট ক্রিকেটার শাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। যে সময় (৭ আগস্ট) রুবেল গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন, তখন শাকিব দেশের বাইরে ছিলেন।
[আরও পড়ুন: বয়স্ক যাত্রীদের আসন বদল! দম্পতির হেনস্তার প্রতিবাদে উড়ান সংস্থাকে তোপ হর্ষ ভোগলের]
এক সময়ের জাতীয় দলের সতীর্থ পেসার রুবেল হোসেন এক পোস্টে লিখেছেন, "বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে অভাগা একজন রাজনীতিবিদ যার ৬/৭ মাস রাজনীতির কেরিয়ারে পাঁচ মাসই ছিলেন দেশের বাইরে। আপনি সংসদ সদস্য হয়ে কিছু পাওয়ার চেয়ে হারিয়েছেন অনেক কিছু। বাংলাদেশের সমস্ত ক্রিকেটার আপনার পাশে আছে, শাকিব ক্রিকেটেই সুন্দর রাজনীতিতে নয়।" শাকিবকে নির্দোষ দাবি করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিজয় লিখেছেন, "শাকিব ভাই, বাংলাদেশের ক্রিকেটে আপনার অবদান অনস্বীকার্য। বিশ্ব মানচিত্রে আপনি বাংলাদেশ ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। আপনার সঙ্গে আমরা সবাই আছি। ইনশাআল্লা এই আঁধার কেটে যাবে। খুব জোর গলায় বলছি আপনি নির্দোষ। আল্লা আপনার ভালো করুক।"
শাকিবের এমন কঠিন সময়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন সাব্বির রহমান, শরিফুল ইসলামও। ফেসবুকে সাব্বির লিখেছেন, "শাকিব আল হাসান। যার জন্য বিশ্ব ক্রিকেট বাংলাদেশকে চেনে। শ্রদ্ধা, ভালোবাসা থাকবে সব সময়।" শরিফুল লিখেছেন, "সব সময়ই ভালবাসার আরেক নাম শাকিব আল হাসান। আছে, থাকবে।" ইতিমধ্যে শাকিবকে দল থেকে সরানোর জন্য বিসিবিকে আইনি নোটিস দেওয়া হয়েছে। বিসিবিও জানিয়েছে প্রথম টেস্ট শেষ হওয়ার পর তারা সিদ্ধান্ত নেবে।
এমন বিতর্কের মাঝে রাওয়ালপিন্ডি টেস্টের ৫ম দিনে বিশ্বরেকর্ড গড়লেন অলরাউন্ডার শাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে বাঁহাতি স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট এখন তাঁর ঝুলিতে। রাওয়ালপিন্ডিতে শেষদিনের প্রথম সেশনে তুলে নেন ২ উইকেট। এই মুহূর্তে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট সংখ্যা ৭০৬। শাকিব পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরিকে। ৩০৫ ওয়ানডে, ৩৬২ টেস্ট আর ৩৮ টি-টোয়েন্টি উইকেট মিলিয়ে বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল ভেট্টোরির। রাওয়ালপিন্ডিতে আব্দুল্লাহ শফিকের উইকেট নিয়ে কিউয়ি স্পিনারকে পেছনে ফেললেন বাংলাদেশের অলরাউন্ডার। নজির গড়েও কি ক্রিকেট ছেড়ে দেশে ফিরে যেতে হবে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা নক্ষত্রকে?