অর্ণব আইচ: ফের চক্রান্তের তত্ত্ব রেশন দুর্নীতিতে ধৃত শংকর আঢ্যের (Sankar Adhya) মুখে। বৃহস্পতিবার সকালে সিজিও থেকে হাসাপাতালে নিয়ে যাওয়ার পথে সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। বললেন, “কেউ কেউ চক্রান্ত করে আমাকে ফাঁসিয়েছে।”
রেশন দুর্নীতি মামলায় বাকিবুরের গ্রেপ্তারির পরই ইডির নজর পড়ে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উপর। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করা হয়। এর পর এক সঙ্গে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতা শংকর আঢ্য শেখ শাহজাহানের বাড়িতে হাজির হয় ইডি। শেখ শাহজাহানের নাগাল না পেলেও টানা জেরার পর গ্রেপ্তার করা হয় শংকরকে। বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন তিনি।
[আরও পড়ুন: ‘রামমন্দির বিধির লিখন, আমি সারথী মাত্র’, বলছেন আগে ডাক না পাওয়া আডবাণী]
ইডি হেফাজতে থাকাকালীন নিয়ন মেনে স্বাস্থ্যপরীক্ষা চলছে শংকর আঢ্যর। বৃহস্পতিবার সকালে সিজিও কমপ্লেক্স থেকে বি আর সিং হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সিজিও থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দেন শংকর। দাবি করেন, তাঁকে ফাঁসানো হচ্ছে। এর আগেও সংবাদমাধ্যমে মুখ খুলেছিলেন তিনি। বলেছিলেন, তাঁদের ব্যবসায় বাড়িতে নগদ টাকা থাকতেই পারে। তাতে সমস্যার কিছু নেই।