shono
Advertisement

Breaking News

অবসর নিচ্ছেন সোনিয়া! ইউপিএ’র পরবর্তী চেয়ারম্যান হতে পারেন শরদ পওয়ার

সুত্রের খবর, অসুস্থতার জন্য রাজনীতিকে পুরোপুরি বিদায় জানাতে চলেছেন কংগ্রেস সভানেত্রী।
Posted: 05:37 PM Dec 10, 2020Updated: 05:37 PM Dec 10, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স এবং অসুস্থতার ভার। রাজনীতি থেকে পুরোপুরি অবসর নিচ্ছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। জানুয়ারিতেই তাঁর জায়গায় নতুন সভাপতি হিসেবে নির্বাচন করবে কংগ্রেস। রাহুল গান্ধী এখনও কংগ্রেস সভাপতির দায়িত্ব নিতে নারাজ। তাই নির্বাচনের পথে হাটঁতে হবে কংগ্রেসকে (Congress)। সুত্রের খবর, দলের পাশাপাশি ইউপিএ জোটের নেতৃত্বও ছাড়তে চান সোনিয়া। আগেরবার কংগ্রেস সভানেত্রী পদ থেকে ইস্তফা দিলেও ইউপিএ চেয়ারপার্সনের পদে কাজ চালিয়ে গিয়েছেন সোনিয়া। কিন্তু এবারে বয়সের ভারে আর সেটাও করতে চান না রায়বরেলির সাংসদ। তাই, তাঁর জায়গায় ইতিমধ্যেই নতুন চেয়ারম্যান খোঁজা শুরু করে দিয়েছেন বিরোধী জোটের নেতারা। আর সুত্রের খবর, ইউপিএ’র চেয়ারম্যান হওয়ার দৌড়ে সবার থেকে এগিয়ে আছেন মারাঠা স্ট্রংম্যান শরদ পওয়ার (Sharad Pawar)।

Advertisement

আসলে সোনিয়া পরবর্তীকালে কংগ্রেসের নতুন প্রজন্মের (পড়ুন রাহুল ঘনিষ্ঠ নেতাদের) সঙ্গে আঞ্চলিক দলগুলির সম্পর্ক তেমন ভাল নয়। রাহুল গান্ধীকে (Rahul Gandhi) মোদি বিরোধী মুখ হিসেবে তুলে ধরতেও আপত্তি আছে এনডিএ’র একাধিক শরিকের। আর কংগ্রেস এখন আগের থেকে অনেক দুর্বল। তাই ডিএমকে, এনসিপি, আরজেডির মতো শক্তিশালী আঞ্চলিক দলগুলি এ প্রজন্মের কোনও নেতার আধিপত্য নাও স্বীকার করতে পারে। তাই সব দিক খতিয়ে দেখেই পওয়ারকে বিরোধী জোটের নতুন চেয়ারম্যান হিসেবে বাছা হতে পারে বলে সুত্রের খবর।

[আর পড়ুন: ‘আত্মনির্ভর ভারতের সাক্ষী নতুন সংসদ’, ভিত্তি স্থাপনের পর ‘ইন্ডিয়া ফার্স্টে’র শপথ প্রধানমন্ত্রীর]

পওয়ারের অ্যাডভান্টেজ হল, শত্রু-মিত্র সব বিরোধী নেতার সঙ্গেই তাঁর সম্পর্ক ভাল। আর সোনিয়ার পর জোটের সবচেয়ে পুরনো নেতাও তিনি। সব দলের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে চলার অভ্যেস তাঁর আছে। কংগ্রেসের সঙ্গেও তিনি ঘর করছেন বহুদিন। সম্প্রতি মহারাষ্ট্রে শিব সেনা-কংগ্রেস-এনসিপির পরস্পর বিরোধী জোটও সামাল দিচ্ছেন ভালভাবেই। তাছাড়া, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও তাঁর সম্পর্ক ভাল। সেক্ষেত্রে সরকার-বিরোধী সুসম্পর্ক স্থাপনের একটা নজির তৈরি হতে পারে। তাই সার্বিকভাবে ইউপিএ (UPA) চেয়ারপার্সন হওয়ার দৌড়ে পওয়ার এগিয়ে আছেন বলেই মনে করা হচ্ছে। সবটাই বোঝা যাবে আগামী মাসে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement