shono
Advertisement

Breaking News

ফেসবুকের মালিকানা খোয়াতে চলেছেন জুকারবার্গ!

শেয়ারহোল্ডাররা একজন স্বাধীন চেয়ারম্যানের দাবি তুলেছেন৷ The post ফেসবুকের মালিকানা খোয়াতে চলেছেন জুকারবার্গ! appeared first on Sangbad Pratidin.
Posted: 12:24 PM Feb 08, 2017Updated: 06:54 AM Feb 08, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেসবুকের মালিকানা খোয়াতে চলেছেন মার্ক জুকারবার্গ!

Advertisement

ওয়াশিংটন পোস্টের খবর অনুযায়ী, কোম্পানির শেয়ার হোল্ডাররা জুকারবার্গকে আর কোম্পানির চেয়ারম্যান হিসেবে চাইছেন না৷ তাঁকে পদত্যাগ করার জন্য জোর দেওয়া হচ্ছে বলেও জানা গিয়েছে৷ ফেসবুকের চারটি শেয়ার হোল্ডার গ্রুপের দাবি, কোনও কোম্পানির সাফল্য নির্ভর করে তার সিইও এবং বোর্ড আধিকারিকদের মধ্যে ক্ষমতার সামঞ্জস্যের উপর৷ কিন্তু জুকারবার্গের জন্য শেয়ারহোল্ডারদের হাতে কোনও ক্ষমতাই থাকছে না৷ সেই কারণেই তাঁর পদত্যাগের দাবি তোলা হয়েছে৷ তাঁর পরিবর্তে একজন স্বাধীন সিইও চাইছে বোর্ড৷

(জিওর পর এবার বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেবে এই সংস্থা)

SumOfUs নামে কোম্পানির শেয়ারহোল্ডারদের দলটি গ্রাহকদের পরিষেবার কাজে নিযুক্ত রয়েছে৷ এছাড়া সংস্থার কর্মীদের মানবাধিকার, দুর্নীতি,  কর্পোরেট ক্ষমতা-সহ সমস্ত কাজকর্ম দেখার দায়িত্ব রয়েছে তাঁদের কাঁধে৷ কিন্তু জুকারবার্গের একছত্র আধিপত্য কোম্পানির উন্নতিতে বাধা দিচ্ছে৷ যদিও এ বিষয়ে ফেসবুক কর্তা কোনও মন্তব্য করেননি৷

(সঙ্গিনীর অর্গ্যাজম কোন উপায়ে, শিখিয়ে দেবে এই ভিডিও)

SumOfUs-এর মার্কেটিং উপদেষ্টা লিসা লিন্ডলে জানান, ফেসবুকের কর্পোরেট সিটিজেনশিপের উন্নতির জন্য তিন লক্ষ ৩০ হাজার মানুষ আবেদনে সই করেছিলেন৷ তবে কোম্পানিতে এখন রয়েছে মাত্র ১৫০০ শেয়ারহোল্ডার৷ একই ব্যক্তি সিইও এবং বোর্ডের প্রধানের পদে আসীন রয়েছেন৷ তাই জুকারবার্গের হস্তক্ষেপে শেয়ার হোল্ডারদের হাতে কোনও ক্ষমতা থাকছে না৷ কোনওভাবেই নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না তাঁকে৷ আর সেই কারণেই শেয়ারহোল্ডাররা একজন স্বাধীন চেয়ারম্যানের দাবি তুলেছেন৷

The post ফেসবুকের মালিকানা খোয়াতে চলেছেন জুকারবার্গ! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement