shono
Advertisement

বাংলাদেশে শর্মিলা ঠাকুর, দেখা করলেন শেখ হাসিনার সঙ্গে, কী কথা হল দুজনের?

মমতা শঙ্কর, স্বস্তিকা মুখোপাধ্যায়ও ছিলেন এই সাক্ষাতে।
Posted: 09:55 AM Jan 25, 2024Updated: 09:57 AM Jan 25, 2024

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশে শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)। গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন বর্ষীয়ান অভিনেত্রী। সঙ্গে অভিনেত্রী মমতা শঙ্কর, স্বস্তিকা মুখোপাধ্যায় এবং পরিচালক সোহিনী ঘোষ ছিলেন।

Advertisement

সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’-এর অপর্ণা এই বাংলার পাশাপাশি ওপার বাংলাতেও তুমুল জনপ্রিয়। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিশেষ অতিথি হিসেবেই বাংলাদেশে গিয়েছেন তিনি। বুধবার বাংলাদেশের সরকারি বাসভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যান ৭৯ বছরের অভিনেত্রী। কী কথা হয়েছে দুজনের মধ্যে? নিশ্চিতভাবে কিছু জানা যায়নি তবে শোনা গিয়েছে দুই বাংলার সিনেমা নিয়েই আলোচনা করেছেন হাসিনা-শর্মিলা।

[আরও পড়ুন: প্রতিষ্ঠিত রামলালা, তবুও অযোধ্যায় চোখের জল ফেললেন ‘সীতা’ দীপিকা, সান্ত্বনা মোদির!]

বাংলাদেশের রেনবো ফিল্ম সোসাইটির আয়োজনে গত ২০ জানুয়ারি থেকে শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (22nd DIFF)। সোসাইটির সভাপতি আহমেদ মুজতবা জাবালও এদিন গণভবনে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সে দেশের জাতীয় সংসদের সদস্য শাহরিয়ার আলম। আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত এই বাংলাদেশের এই চলচ্চিত্র উৎসব চলবে। তবে শর্মিলা ঠাকুর কতদিন সেদেশে থাকবেন তা এখনও জানা যায়নি।

এদিকে প্রায় ১৪ বছর পর বাংলা ছবিতে ফিরছেন শর্মিলা। সুমন ঘোষের পরিচালনায় ‘পুরাতন’ ছবিতে অভিনয় করছেন তিনি। ছবিতে শর্মিলার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। অন্যান্য ভূমিকায় অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, বৃষ্টি রায়, একাবলি খন্না। শোনা গিয়েছে মা ও মেয়ের গল্প বলবে সুমনের এই ছবি।

[আরও পড়ুন: হৃতিক-দীপিকার ‘ফাইটার’ পাকিস্তান বিরোধী! পাক-সেলেবরা ঢিল ছুঁড়তেই ‘পাটকেল’ পরিচালকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement