shono
Advertisement

অমৃতার সঙ্গে বিয়েতে মত ছিল না শর্মিলার, ডিভোর্সের পর সইফকে কী বলেছিলেন?

২০০৪ সালে অমৃতার সঙ্গে বিচ্ছেদ হয় সইফের।
Posted: 07:17 PM Dec 28, 2023Updated: 07:17 PM Dec 28, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের পর্দায় তখনও মুখ দেখাননি শর্মিলাপুত্র সইফ আলি খান। কিন্তু মন দিয়েছিলেন অভিনেত্রী অমৃতা সিংকে। সালটা ১৯৯১। সইফের তখন বয়স ২১। অমৃতা তখন ৩৩। ধুমধাম করে বিয়ে হল জুটির। অমৃতার কোলে এল দুই সন্তান সারা ও ইব্রাহিম। তার পরই সম্পর্কের ছন্দপতন। ২০০৪ সালে অমৃতার সঙ্গে বিচ্ছেদ হয় সইফের। ২০১২ সালে করিনা কাপুরকে বিয়ে করেন ছোটে নবাব।

Advertisement

অমৃতার সঙ্গে বিচ্ছেদ। করিনার সঙ্গে ছেলের বিয়ে। এতদিন এসব নিয়ে কখনই মুখ খোলেননি শর্মিলা। তবে কফি উইথ করণে এসে অবশেষে মনের কথা উজাড় করলেন তিনি।

[আরও পড়ুন: নিঃশব্দেই ক্যানসারের সঙ্গে যুদ্ধ! প্রথমবার সেই অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন শর্মিলা ঠাকুর]

শর্মিলা জানান, ”সইফ আমাকে প্রেমের কথা জানিয়েছিল। আমি ওকে বলেছিলাম, সব ঠিক আছে দুম করে বিয়ে করে নিও না। তার পরই জানতে পারি সইফ বিয়ে করে ফেলেছে। পরে অবশ্য আমার অমৃতাকে পছন্দ হয়েছিল।”

শর্মিলা আরও বললেন, ”যে কোনও সম্পর্কই ভাঙলে কষ্ট হয়। এটাতেও হয়েছিল। সইফের দুই সন্তানকে আমরা খুবই ভালোবাসি। ওদের দুজনকে ছেড়ে থাকাটা কষ্টকর ছিল। তাই মেনে নিয়েছিলাম সব কিছুই। কারণ আমাদের তো ভালো থাকতে হবে।”

[আরও পড়ুন: ‘ডাঙ্কি’র আয়ে ভাটা! তবুও তেইশের সিনেবাজারে ২৫০০ কোটির ব্যবসা শাহরুখের, কীভাবে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement