shono
Advertisement

Breaking News

‘পদ্মাবতী’বিতর্কে কেন চুপ মোদি-স্মৃতি? টুইটে খোঁচা শক্রঘ্ন সিনহার

গুজরাটেও নিষিদ্ধ সঞ্জয় লীলা বনশালির ছবি। The post ‘পদ্মাবতী’ বিতর্কে কেন চুপ মোদি-স্মৃতি? টুইটে খোঁচা শক্রঘ্ন সিনহার appeared first on Sangbad Pratidin.
Posted: 08:22 PM Nov 22, 2017Updated: 02:53 PM Nov 22, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের মতো ইস্যুতে প্রকাশ্যেই মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি সাংসদ ও অভিনেতা শক্রঘ্ন সিনহা। আর এবার পদ্মাবতী বিতর্কে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। পাটনা সাহিবের সাংসদের নিশানায় অমিতাভ বচ্চন, আমির খান ও শাহরুখ খানের মতো বলিউডের প্রথমসারির অভিনেতারাও। এদিকে মধ্যপ্রদেশের পর বুধবার গুজরাটেও ‘পদ্মাবতী’ ছবিকে নিষিদ্ধ ঘোষণা করল সে রাজ্যের বিজেপি সরকার।

Advertisement

[কবে মুক্তি পাওয়া উচিত ‘পদ্মাবতী’র? কী বলছে জ্যোতিষশাস্ত্র?]

চলতি বছরে বিতর্কে সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘পদ্মাবতী’। শুটিং চলাকালীন বেশ কয়েকবার সিনেমার সেট ভেঙে দেয় রাজপুতদের সংগঠন কর্ণি সেনা। আক্রান্ত হন খোদ পরিচালকও। কিন্তু, ১ ডিসেম্বর ছবির মুক্তির কথা ঘোষণা হতেই কার্যত উত্তাল গোটা দেশ। পরিচালকের নাক কেটে নেওয়া হুমকি দিয়েছে বিক্ষোভকারীরা। হুমকির মুখে পড়েছেন ছবি নায়িকা দীপিকা পাড়ুকোনও। নাক কেটে নেওয়াই শুধু নয়, নায়িকার মাথা কেটে নিলে ১০ কোটি টাকার ইমাম ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ, যে দিন ঘোষণার পরও ‘পদ্মাবতী’র মুক্তি পিছিয়ে দিয়েছেন নির্মাতারা। ‘পদ্মাবতী’ নিয়ে বিতর্কে রাজনীতিবিদ থেকে অভিনেতা প্রায় সকলেই নিজেদের প্রতিক্রিয়াও জানাচ্ছেন। কিন্তু, আশ্চর্যজনকভাবে নীরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানি। বুধবার এই নিয়ে প্রশ্ন তুললেন বিহারের পাটনা সাহিবের বিজেপি সাংসদ ও অভিনেতা শত্রুঘ্ন সিনহা। অমিতাভ বচ্চন, শাহরুখ খানের মতো অভিনেতাদের নীরবতাকেও কটাক্ষ করেছেন তিনি। একসময়ে হিন্দি সিনেমার জনপ্রিয় এই অভিনেতার টুইট, ‘ পদ্মাবতী নিয়ে সারাদেশের বিতর্কের আগুন জ্বলছে। মানুষ জানতে চাইছে, কেন এ বিষয়ে কিংবদন্তী অমিতাভ বচ্চন, বহুমুখী প্রতিভার অধিকারী আমির খান ও সবচেয়ে জনপ্রিয় শাহরুখ খান কোনও মন্তব্য করছেন না?  আমাদের তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানি ও সবচেয়ে জনপ্রিয় মাননীয় প্রধানমন্ত্রীই বা কেন কিছু বলছেন না?’

[রাজপুত ইতিহাসকে অসম্মান করেছেন জাভেদ আখতার, অভিযোগ দায়ের কর্ণি সেনার]

এদিকে, মধ্যপ্রদেশের পর, বুধবার মোদির রাজ্যেও পদ্মাবতীকে নিষিদ্ধ ঘোষণা করল গুজরাটের বিজেপি সরকার। আর কয়েকদিন পরই সেরাজ্যে বিধানসভা ভোট। গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি জানিয়েছেন, ‘রাজ্যে ‘পদ্মাবতী’ ছবিটি রিলিজ করার অনুমোদন দেবে না সরকার। আমরা চাই না, ভোটের আগে রাজ্যে কোনও বিতর্ক বা আইন-শৃঙ্খলাজনিত সমস্যা তৈরি হোক।’  ‘পদ্মাবতী’ বিতর্কের আঁচ পড়েছে শহর কলকাতাতেও। বুধবার ধর্মতলার ওয়াই চ্যানেলে ছবিটির প্রতিবাদে বিক্ষোভ দেখান একদল মানুষ।

[প্রকাশ্যে এল ‘আমাজন অভিযান’-এর নয়া পোস্টার]

The post ‘পদ্মাবতী’ বিতর্কে কেন চুপ মোদি-স্মৃতি? টুইটে খোঁচা শক্রঘ্ন সিনহার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement