shono
Advertisement

তৃতীয় ভারতীয় বংশোদ্ভূত মহিলা হিসেবে মহাকাশে পাড়ি দিচ্ছেন শাওনা

কল্পনা চাওলা, সুনীতা উইলামসদের সমকক্ষ এই মহিলার আর কী কী গুণ আছে জানেন? The post তৃতীয় ভারতীয় বংশোদ্ভূত মহিলা হিসেবে মহাকাশে পাড়ি দিচ্ছেন শাওনা appeared first on Sangbad Pratidin.
Posted: 01:33 PM Feb 09, 2017Updated: 12:07 PM Feb 10, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্ম কানাডায়৷ কিন্তু আদতে ভারতীয় বংশোদ্ভূত৷ পেশায় স্নায়ুরোগ বিশেষজ্ঞ৷ প্যাশন মহাকাশ৷ সেই প্যাশনের জোরেই তৃতীয় ভারতীয় বংশোদ্ভূত মহিলা হিসেবে মহাকাশ অভিযানে যেতে চলেছেন ডা. শাওনা পাণ্ডিয়া৷ আমেরিকার সিটিজেন সায়েন্স অ্যাস্ট্রোনট প্রোগ্রামে ৩২০০ প্রতিযোগীকে হারিয়ে কল্পনা চাওলা, সুনীতা উইলামসদের সমকক্ষ হওয়ার এই সম্মান অর্জন করেছেন শাওনা৷

Advertisement

শশী-পন্নিরের লড়াইয়ে উলুখাগড়া শতাধিক বিধায়ক, পলাতক ১

২০১৮ সালে আট জনের দলের সঙ্গে মহাকাশে পাড়ি দেবেন শাওনা৷ সেখানে বায়ো-মেডিসিন ও মেডিক্যাল সায়েন্সের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে গবেষণা করবেন তিনি৷ পোলার সাবঅরবিটাল সায়েন্স ইন আপার মেসোস্ফিয়ার (PoSSUM) প্রজেক্টেও সামিল হবেন তিনি৷ এছাড়াও মাইক্রোগ্র্যাভিটিতে থাকাকালীন সহযাত্রীদের মানসিক পরিস্থিতি, স্বাস্থ্য ও পরাপার্শ্বিক পরিবেশ নিরীক্ষণ করবেন তিনি৷

স্কুলের মধ্যেই সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির ছাত্রর

শুধু স্নায়ুরোগ বিশেষজ্ঞ কিংবা মহাকাশচারী হিসেবেই পরিচিত নন সাওয়ানা৷ লেখক, সঙ্গীতশিল্পী হিসেবেও পরিচিতি রয়েছে তাঁর৷ তাইকন্ডু, মুয়াই থাই-এর মতো মার্শাল আর্টেও পারদর্শী তিনি৷ এত কিছুর মধ্যেও নিজের ভারতীয় সত্ত্বাকে বজায় রেখেছেন শাওনা৷ তাই এখন তিনি মুম্বইতে৷ নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতে এসেছেন ৩২ বছরের ইন্দো-মার্কিন মহিলা৷ এখানে কয়েকটি সেমিনারেও অংশগ্রহণ করেছেন৷ কথা বলেছেন ছাত্রছাত্রীদের সঙ্গে৷ শাওনার মতে, ভারত মেধার খনি৷ পড়ুয়াদের শুধু প্রয়োজন স্থির লক্ষ্য ও তাতে পৌঁছনোর সঠিক দিশা৷

তবে কি সত্যিই ‘চক দে’ কন্যার প্রেমে পড়েছেন এই প্রাক্তন ক্রিকেটার?

The post তৃতীয় ভারতীয় বংশোদ্ভূত মহিলা হিসেবে মহাকাশে পাড়ি দিচ্ছেন শাওনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement