shono
Advertisement

সার্ক সম্মেলন বয়কটের পথে বাংলাদেশ

শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হবে, তা নিশ্চিতভাবে জানা যেতে পারে মোদি-হাসিনা বৈঠকের পরই৷ The post সার্ক সম্মেলন বয়কটের পথে বাংলাদেশ appeared first on Sangbad Pratidin.
Posted: 10:38 PM Sep 21, 2016Updated: 07:47 PM Sep 21, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উরি হামলার প্রেক্ষিতে আগেই ভারতের পাশে থাকার বার্তা দিয়েছিল বাংলাদেশ৷ এবার সেইমতো সার্ক সম্মেলনও সম্ভবত বয়কট করতে চলেছে প্রতিবেশী দেশ৷

Advertisement

আগামী ৯ এবং ১০ নভেম্বর পাকিস্তানে বসতে চলেছে ১৯তম সার্ক সম্মেলন৷ এই মুহূর্তে ভারত-পাকিস্তান সম্পর্ক প্রায় তলানিতে৷ তাই একসময় প্রধানমন্ত্রী নিজেই পাকিস্তানে গেলেও, সার্কে যে যোগ দেবেন না তা প্রায় নিশ্চিত৷ শোনা যাচ্ছে, সেই পথেই হাঁটতে চলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও৷

অবশ্য বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলি জানিয়েছেন, শেখ হাসিনা এখনও কোনও সিদ্ধান্ত নেননি৷ কিন্তু ভারতের দুঃসময়ে পাশে থেকে প্রতিবেশী দেশ হিসাবে ভারতের সিদ্ধান্তকে সম্মান দিতেই সার্ক অধিবেশনে যাওয়া নিয়ে দ্বিতীয়বার ভাবছেন তিনি৷

আগামী ১৬ অক্টোবর ভারত সফরে আসছেন হাসিনা৷ আশা করা হচ্ছে মোদির সঙ্গে সাক্ষাতে সার্ক অধিবেশন নিয়েও কথা বলবেন তিনি৷ শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হবে, তা নিশ্চিতভাবে জানা যেতে পারে মোদি-হাসিনা বৈঠকের পরই৷

 

The post সার্ক সম্মেলন বয়কটের পথে বাংলাদেশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement