সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই নিয়ে দ্বিতীয়বার পুজোর উপহার দিতে চলেছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তেইশের পুজোর বক্স অফিসে 'গেমচেঞ্জার'-এর পাশাপাশি কন্টেন্ট-এর জন্য বহুল প্রশংসিত হয়েছিল 'রক্তবীজ'। এবার উৎসবের মরশুমে উইন্ডোজ-এর তুরুপের তাস 'বহুরূপী' (Bohurupi)। আর সেই সিনেমাই রিলিজের আগেই ছক্কা হাঁকাল! মুক্তির আগেই মোটা অঙ্কের লক্ষ্মীলাভ। ৫০ লক্ষ। যে অঙ্কের বাজেটও থাকে না অনেক বাংলা ছবির ক্ষেত্রে। কীভাবে সম্ভব হল?
ভাবছেন নিশ্চয়, মন্দা বাজারে বাংলা সিনেমার এমন মারকাটারি ব্যবসার নেপথ্যে অগ্রীম বুকিং কি না? তাহলে বলে দেওয়া ভালো, আজ্ঞে না! 'বহুরূপী'র অগ্রীম বুকিং এখনও শুরুই হয়নি। কিন্তু তার প্রাক্কালেই ৫০ লক্ষ টাকার ব্যবসা করে ফেলেছে নন্দিতা-শিবপ্রসাদের ছবি। আসলে সিনেমার গানই এহেন লক্ষ্মীলাভের নেপথ্য়ে। সুপারহিট 'শিমূল পলাশে'র পর 'আজ সারা বেলা' দিয়ে মন ভুলিয়ে বুধবার 'ডাকাতিয়া বাঁশি'র সুরে দর্শক-শ্রোতাদের মাতোয়ারা করেছে উইন্ডোজ। 'বহুরূপী' সিনেমার গানের স্বত্বই বিক্রি হয়েছে ৫০ লক্ষ টাকায়। কেনা হয়েছে জঙ্গলি মিউজিক-এর তরফে। যা কিনা বাংলা সিনেমার ব্যবসার নীরিখের বেশ বড়সড় খবর। উচ্ছ্বসিত শিবপ্রসাদ এর কৃতীত্ব ভাগ করে নিয়েছেন সুরকার, গায়ক থেকে সকল শিল্পীদের সঙ্গে। এই গানে কণ্ঠ দিয়েছেন খোদ বাস্তবের বহুরূপী লোকশিল্পী ননীচোরা দাস বাউল। উল্লেখ্য, উইন্ডোজ প্রযোজনা সংস্থার সিনেমায় গান বরাবরই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাঁদের 'রঙ্গবতী', 'টাপা টিনি', 'নাক্কু নাকুর' গানগুলি রীতিমতো সুপারডুপার হিট! এবার 'বহুরূপী'র 'ডাকাতিয়া বাঁশি'র বাংলা ব়্যাপও বেশ সাড়া ফেলে দিয়েছে।
পুজোর মরশুমে ৮ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে নন্দিতা-শিবপ্রসাদের 'বহুরূপী'। গতবছর প্রথমবার পুজো রিলিজ উপহার দিয়েই সকলকে চমকে দিয়েছিলেন নন্দিতা-শিবপ্রসাদ। মুক্তি পেয়েছিল ‘রক্তবীজ’। এবার সেই পুজোর মরশুমেই রহস্য-রোমাঞ্চে ভরপুর আরেক ‘বহুরূপী’ নিয়ে আসছেন টলিপাড়ার হিট মেশিন জুটি। নব্বইয়ের দশকে ঘটে যাওয়া দুর্ধর্ষ ব্যাঙ্ক ডাকাতি এবং সেই ঘটনার নেপথ্যের যড়যন্ত্রকারী, আর তাকে ঘিরে প্রশাসনিক তৎপরতা নিয়েই ছবির গল্প আবর্তিত হয়েছে। 'বহুরূপী'তে মারকাটারি মেজাজে এসআই সুমন্ত ঘোষাল হিসেবে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। অন্যদিকে ধুরন্ধর 'বহুরূপী' বিক্রমের চরিত্রে শিবপ্রসাদ মুখোপাধ্যায়। পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন ঋতাভরী চক্রবর্তী ও কৌশানি মুখোপাধ্যায়।