সংবাদ প্রতিদিন-এর দপ্তরে 'বহুরূপী' টিম, শিমূল-পলাশের তালে নাচ কৌশানী-শিবপ্রসাদ-ঋতাভরীর
৮ অক্টোবর মুক্তি পাবে এই ছবি।
Tap to expand
মঙ্গলবারই প্রকাশ্যে এসেছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পুজোর ছবি 'বহুরূপী'র ট্রেলার। ইতিমধ্য়েই সোশাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে এই ছবির ঝলক। আর এদিনই সংবাদ প্রতিদিন-এর দপ্তরে হাজির 'বহরূপী' ছবির টিম। সঙ্গে ননীচোরা দাস বাউল।
Tap to expand
ছবি নিয়ে নানা কথার মাঝে শিমূল-পলাশ গানে নেচে উঠলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তী।
Tap to expand
এদিন সংবাদ প্রতিদিনের অফিসে এসে শিবপ্রসাদ জানালেন, ''সংবাদ প্রতিদিন আমার পরিবারের মতো। প্রত্যেকটি ছবি তৈরির সময়ই সংবাদ প্রতিদিনকে পাশে পেয়েছি। সেই ইচ্ছে ছবি থেকেই আমি সংবাদ প্রতিদিনের সবার সাপোর্ট পেয়েছি। আমি চিরকৃতজ্ঞ।''
Tap to expand
শিবপ্রসাদ আরও জানালেন, ''এবার সংবাদ প্রতিদিনের তরফ থেকে উপরি পাওনা রয়েছে। তা হল বহুরূপীদের নিয়ে একটা আলাদা সংখ্যা রবিবার ম্যাগাজিনে প্রকাশ পেয়েছে। এটা খুব বড় পাওয়া।''
Tap to expand
নন্দিতা রায় ও শিবপ্রসাদের ছবিতে এই প্রথমবার কাজ করছেন কৌশানী। এই ছবিতে তাঁকে পাওয়া যাবে একেবারে নতুন অবতারে।
Tap to expand
উইন্ডোজ প্রোডাকশনে আগেও ছবি করেছেন ঋতাভরী চক্রবর্তী। তবে বহুরুপীতে তাঁর চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। ঋতাভরীর কথায়, ''আমার প্রথম সাক্ষাৎকার এই সংবাদ প্রতিদিনেই বেরিয়েছিল। বহুরুপীর সাক্ষাৎকারও সংবাদ প্রতিদিনে বেরিয়েছে। এই দপ্তর আমার কেরিয়ার যাত্রাটা খুবই ভালো করে জানে।''
Tap to expand
টলিপাড়ার সুপারহিট পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। গত বছরের পুজোয় বক্স অফিসের গেম চেঞ্জার ছিল তাঁদের ‘রক্তবীজ’। এবার ‘বহুরূপী’র পালা। ছবির ট্রেলারে যেমন বিক্রমের (শিবপ্রসাদ) চরিত্রকে সাধারণ চাকুরিজীবী মানুষ থেকে দুর্ধর্ষ ডাকাতে পরিণত হওয়ার ঘটনা দেখা যাচ্ছে, তেমনই সিস্টেমে থেকেও সৎ থাকা একজন পুলিশ অফিসার এসআই সুমন্ত ঘোষালের ভূমিকায় আবির চট্টোপাধ্যায় রয়েছেন। ছবিতে শিবপ্রসাদের সঙ্গিনী কৌশানি মুখোপাধ্যায়। তাঁকে আবার পকেট মারের চরিত্রে দেখা যাচ্ছে।
Tap to expand
আবিরের বিপরীতে ঋতাভরী চক্রবর্তী। সেখানে আবার স্বামী-স্ত্রীর সম্পর্কের দেখা যাচ্ছে টানাপোড়েন। যা সামলেই বিক্রমকে ধরতে মরিয়া সুমন্ত। ৮ অক্টোবর মুক্তি পাবে বহুরূপী। ছবি- সায়ন্তন ঘোষ ও কৌশিক দত্ত
Published By: Akash MisraPosted: 08:25 PM Oct 01, 2024Updated: 08:33 PM Oct 01, 2024
৮ অক্টোবর মুক্তি পাবে এই ছবি।