সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক যুগের কেরিয়ারে ইতি। ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতীয় দলের 'গব্বর' শিখর ধাওয়ান। শনিবাসরীয় সকালে সোশাল মিডিয়ায় এক আবেগঘন বার্তায় ক্রিকেট ছাড়ার কথা জানান ধাওয়ান।
২০১৩ সালে অভিষেক করা ধাওয়ান দেশের হয়ে ১৬৭টি ওয়ানডে, ৩৪টি টেস্ট এবং ৬৮টি টি-২০ খেলেছেন। ওয়ানডেতে প্রায় ৪৪ গড়ে ৬৭৯৩ রান করেছেন ধাওয়ান। একদিনের ক্রিকেটে ১৭টি সেঞ্চুরি এবং ৩৯টি অর্ধশত রানের মালিক তিনি। টেস্টে ৪০.৬১ গড়ে গব্বরের সংগ্রহ ২৩১৫ রান। টি-২০ ক্রিকেটে ১৭৫৯ রান করেছেন ধাওয়ান।
[আরও পড়ুন: প্যারালিম্পিক নিয়ে বাড়তি চাপ নয়, টোকিওর পর প্যারিসেও পদকজয়ে আশাবাদী অবনী]
কয়েক বছর আগেও জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন ধাওয়ান। রোহিত শর্মার সঙ্গে জুটি বেঁধে দেশকে বহু ম্যাচ জিতিয়েছেন। ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। একার দমে ম্যাচ জেতানোর ক্ষমতা ছিল শিখরের। তবে শুভমান গিল, যশস্বী জয়সওয়ালদের আগমনের পর নিজের জায়গা খুইয়েছেন 'গব্বর'। ২০২২ সালে শেষবার জাতীয় দলের জার্সিতে খেলেছেন তিনি। সেই শেষবার। মেন ইন ব্লুর জার্সিতে আর দেখা যাবে না গব্বরকে। ঘরোয়া ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন তিনি। গত আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেললেও ফিটনেসের সমস্যা ভুগিয়েছে গব্বরকে।
[আরও পড়ুন: আইসিসি চেয়ারম্যান হওয়ার দৌড়ে জয় শাহ! বিসিসিআইয়ের সচিব পদের লড়াইয়ে এগিয়ে কারা?]
শনিবার সকালে সোশাল মিডিয়া পোস্টে ধাওয়ান বললেন, "আমার একটাই স্বপ্ন ছিল, দেশের হয়ে খেলা। সেই স্বপ্নপূরণের জন্য, সমর্থকদের আনন্দ দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য বিসিসিআই, ডিডিসিএকে ধন্যবাদ জানাতে চাই।" গব্বর বলছিলেন, "আজ যখন নিজের সঙ্গে কথা বলি, তখন ভাবি আর জাতীয় দলের হয়ে খেলব না, সেটার জন্য দুঃখ পাব না। বরং এটা ভেবে আনন্দ পাব যে আমি দেশের হয়ে এতগুলো ম্যাচ খেলেছি।"