সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় দলের জার্সিতে আরও দেখা যাবে না শিখর ধাওয়ানকে। শনিবার সকালে অবসর ঘোষণা করেছেন তিনি। জাতীয় দলের জার্সিতে প্রায় ১৩ খেলেছেন 'গব্বর'। আর এই এক যুগে টিম ইন্ডিয়ার অন্যতম ভরসার জায়গা হয়ে উঠেছিলেন তিনি। রোহিত শর্মা, শিখর ধাওয়ান এবং বিরাট কোহলি, এই ত্রয়ীর টপ অর্ডার বিশ্বের তাবড় তাবড় বোলারদের মধ্যে ত্রাস সঞ্চার করত একটা সময়।
১৩ বছরের কেরিয়ারে একের পর এক রেকর্ড গড়েছেন শিখর। যার কয়েকটি ক্রিকেট ইতিহাসে রয়ে যাবে চিরতরে।
একনজরে ধাওয়ানের আন্তর্জাতিক কেরিয়ারের পরিসংখ্যান:
ওয়ানডে:
ম্যাচ ১৬৭
রান ৬৭৯৩
সেঞ্চুরি ১৭
হাফ সেঞ্চুরি ৩৯
টেস্ট:
ম্যাচ ৩৪
রান ২৩১৫
সেঞ্চুরি ৭
হাফ সেঞ্চুরি ৫
টি-২০:
ম্যাচ ৬৮
রান ১৭৫৯
সেঞ্চুরি -
হাফ সেঞ্চুরি ১১
[আরও পড়ুন: আবেগি বার্তায় ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের]
২০১০ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয় শিখরের। তবে জাতীয় দলের নিয়মিত সদস্য হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে আরও খানিকটা সময় নেন তিনি। মোটামুটি ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত-ধাওয়ান ওপেনিং জুটি প্রতিষ্ঠা পায় ভারতীয় ক্রিকেটে। ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি ধাওয়ানের জন্য স্বপ্পের মতো। ওই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পাশাপাশি টুর্নামেন্টের সেরাও তিনিই নির্বাচিত হন। ২০১৫ বিশ্বকাপেও ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হন গব্বর। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফের সর্বোচ্চ রান সংগ্রাহক হন ধাওয়ান। ওই সময় অনেকেই বলতেন, রোহিত-বিরাটদের থেকে আইসিসি টুর্নামেন্টে ভালো পারফর্ম করেন ধাওয়ানই।
[আরও পড়ুন: আইসিসি চেয়ারম্যান হওয়ার দৌড়ে জয় শাহ! বিসিসিআইয়ের সচিব পদের লড়াইয়ে এগিয়ে কারা?]
এর বাইরেও বেশ কিছু কীর্তি অক্ষয় হয়ে থাকবে শিখরের নামের পাশে। ২০১৪ সালে মোহালিতে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করেন তিনি। ১৮৭ রানের সেই ইনিংস আজও স্মরণীয়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শততম ওয়ানডেতেও সেঞ্চুরি করেন গব্বর। ওয়ানডেতে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম ৬ হাজার রানের মালিক হন ধাওয়ান। মাত্র ১৪০ ইনিংসে ৬ হাজার রান করেন তিনি। একমাত্র বিরাট কোহলি তাঁর চেয়ে কম ইনিংসে ওই কীর্তি গড়েছেন।