সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে নামার আগে জোড়া স্বস্তি ভারতীয় শিবিরে। একদিকে যেমন ছুটি কাটিয়ে ভারতীয় দলে যোগ দিলেন সহ-অধিনায়ক লোকেশ রাহুল (KL Rahul), অন্যদিকে তেমনি করোনামুক্ত হয়ে অনুশীলন শুরু করার অনুমতি পেয়ে গেলেন শিখর ধাওয়ান এবং শ্রেয়স আইয়ার।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর আগে ভারতীয় শিবিরকে (Indian Team) জোর ধাক্কা দিয়েছিল করোনা। শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, রুতুরাজ গায়কোয়াড়রা একই সঙ্গে এই মারণ ভাইরাসে আক্রান্ত হন। করোনার কবলে পড়েন টিম ইন্ডিয়ার রিজার্ভ পেসার নবদীপ সাইনিও। পরে দলে যোগ দিতে গিয়ে করোনা আক্রান্ত হন অক্ষর প্যাটেলও (Axar Patel) সব মিলিয়ে টিম ইন্ডিয়ার মোট পাঁচ তারকা এই মারণ ভাইরাসের কবলে পড়েন। যার জেরে এক সময় গোটা সিরিজটাই অনিশ্চিত মনে হচ্ছিল।
[আরও পড়ুন: নিয়ম বড় বালাই, অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ী দলের আট সদস্যই নেই আইপিএল নিলামে]
বিসিসিআই (BCCI) অবশ্য সিরিজ বন্ধ করেনি। আক্রান্ত তারকাদের বাদ দিয়েই নিজেদের ইতিহাসের হাজারতম ওয়ানডে খেলতে নামে টিম ইন্ডিয়া। অন্যদিকে, বোনের বিয়ের জন্য প্রথম ম্যাচ খেলেননি লোকেশ রাহুলও। ফলে দল সাজাতে বেশ সমস্যাতেই পড়তে হচ্ছিল ভারতীয় শিবিরকে। শেষ পর্যন্ত করোনা আক্রান্তদের পরিবর্ত হিসাবে ভারতীয় শিবিরে ডেকে নেওয়া হয় ঈশান কিষান এবং মায়াঙ্ক আগরওয়ালকে (Mayank Agarwal)। নিয়মিত ওপেনারদের অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমে একাদশে জায়গা পান ঈশান কিষান। জায়গা পান দীপক হুডাও। শেষ পর্যন্ত অবশ্য ভারতের প্রথম ম্যাচ জিততে তেমন অসুবিধা হয়নি।
দ্বিতীয় ম্যাচের আগে একে একে স্বস্তির খবর মিলছে। লোকেশ রাহুল ছুটি কাটিয়ে এসে দলে যোগ দিয়েছেন। আগেই করোনামুক্ত হয়ে দলে যোগ দিয়েছেন নবদীপ সাইনি। তিনিও হালকা অনুশীলন করছেন। মঙ্গলবার করোনামুক্ত হয়ে অনুশীলন করার অনুমতি পেয়ে গেলেন শিখর ধাওয়ান এবং শ্রেয়স আইয়ারও। যদিও, বুধবার দ্বিতীয় ওয়ানডেতে সম্ভবত এই দু’জনকে পাচ্ছে না টিম ইন্ডিয়া।