shono
Advertisement

খালি গায়েই বৈঠকে, শৃঙ্খলাভঙ্গের দায়ে সাসপেন্ড যোগীরাজ্যের শিক্ষা দপ্তরের আধিকারিক

ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ শিক্ষা দপ্তর।
Posted: 02:51 PM Jun 14, 2023Updated: 03:28 PM Jun 14, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জামা না পরেই বৈঠকে যোগ দিয়েছিলেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) শিক্ষা দপ্তরের (Education Department) এক আধিকারিক। শৃঙ্খলাভঙ্গের দায়ে সাসপেন্ড করা হয়েছে ওই ব্যক্তিকে। যোগীরাজ্যের শিক্ষা দপ্তরের প্রধান পরিচালকের নির্দেশে ব্যবস্থা নেওয়া হয়েছে অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে। পাশাপাশি তাঁকে ওই আচরণের কারণ দর্শাতেও বলা হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, গত মঙ্গলবার ছিল যোগীরাজ্যের শিক্ষা দপ্তরের একটি গুরুত্বপূর্ণ বৈঠক। যেখানে দপ্তরের প্রধান পরিচালক বিজয় কিরণ আনন্দ উত্তরপ্রদেশের বিভিন্ন জেলার শীর্ষ আধিকারিকদের সঙ্গে বেশ কিছু প্রকল্প নিয়ে আলোচনা বসেছিলেন। সেখানেই এক জেলা আধিকারিকের পোশাকে অস্বস্তিতে পড়েন অন্যরা। যেহেতু ওই আধিকারিকের ঊর্ধাঙ্গে জামা ছিল না। একটি স্যান্ডো গেঞ্জি পরেছিলেন তিনি। শরীরের ঊর্ধাঙ্গের বেশিটাই ছিল প্রকাশ্য। যা নিয়ে রুচি এবং শৃঙ্খলার প্রশ্ন ওঠে।

[আরও পড়ুন: লুঙ্গি বা নাইটি পরে বাইরে ঘুরবেন না! আবাসনের নয়া পোশাক বিধি ঘিরে তুঙ্গে বিতর্ক]

অভিযুক্তের নাম কিংবা তিনি রাজ্যের কোন জেলার আধিকারিক, তা প্রকাশ্যে আনা হয়নি সরকারের তরফে। যদিও জানা গিয়েছে, গোটা ঘটনায় বিরক্ত যোগী সরকার। এই বিষয়ে তদন্তের নির্দেশে দিয়েছে শিক্ষা দপ্তর। পাশপাশি অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে অন্তর্বর্তী সাসপেনশনের নির্দেশ দিয়েছেন প্রধান পরিচালক বিজয় কিরণ আনন্দ।

[আরও পড়ুন: ভাড়া নিয়ে বচসা, যাত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন অটোচালকের!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement