অংশুপ্রতিম পাল, খড়গপুর: ভোটের বাংলায় ভরসন্ধেয় শুটআউট। এক ব্যবসায়ীকে লক্ষ্য করে পরপর ৯ রাউন্ড গুলি দুষ্কৃতীদের। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে খড়গপুরে। তড়িঘড়ি গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনার নেপথ্য কে বা কারা, কী কারণে এই হামলা, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, গুলিবিদ্ধ ব্যক্তির নাম নারায়ণ রাও। তিনি পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের ৩২ নম্বর ওয়ার্ডের আইমা এলাকায় রেলের ওয়াগন শপ চালান। অন্যান্যদিনের মতোই এদিন বিকেলে দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। অভিযোগ, সেই সময় তাঁকে লক্ষ্য করে পরপর ৯ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। লাগে নারায়ণ রাওয়ের দুই পায়ে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি. তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছে ওই ব্যক্তির।
[আরও পড়ুন: SSC রায়: ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল, ফেরাতে হবে সুদ-সহ বেতন]
পুলিশের তরফে জানানো হয়েছে, গুলিবিদ্ধকে হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসা শুরু হয়েছে। তবে গুলির কারণ এখনও জানা যায়নি। তদন্ত শুরু করা হয়েছে। দ্রুতই গোটা বিষয়টা স্পষ্ট হবে বলে আশ্বাস পুলিশের।