কল্যাণ চন্দ, বহরমপুর: এবার মুর্শিদাবাদে শুটআউট। হাসপাতালে চিকিৎসা শুরুর পর মৃত্যু গুলিবিদ্ধ তৃণমূল নেতার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের বহরমপুরে। ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে শুরু তল্লাশি।
জানা গিয়েছে, গুলিবিদ্ধ তৃণমূল নেতার নাম সত্যেন চৌধুরী। মুর্শিদাবাদের বহরমপুরের বাসিন্দা তিনি। এলাকায় যথেষ্ট প্রভাব রয়েছে তাঁর। সূত্রের খবর, রবিবার দুপুরে বাড়ির কাছেই একটি ফ্ল্যাটের নিচের দোকানে বসেছিলেন সত্যেনবাবু। অভিযোগ, সেই সময় বাইকে করে দুই দুষ্কতী এসে একদম কাছ থেকে গুলি চালায় সত্যেনকে লক্ষ্য করে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই তৃণমূল নেতা।
[আরও পড়ুন: কোথায় আছেন শেখ শাহজাহান? হদিশ দিলেন শুভেন্দু]
তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বহরমপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সঙ্গে সঙ্গে ৩ চিকিৎসকের তত্ত্বাবধান শুরু হয় অস্ত্রোপচার। তবে শেষরক্ষা হয়নি। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় ওই তৃণমূল নেতার। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।