শাহজাদ হোসেন, ফরাক্কা: সাতসকালে শুটআউট। মুশির্দাবাদের ফরাক্কায় ব্যবসায়ীকে গুলি করে খুন। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তদন্ত।
জানা গিয়েছে, মৃতের নাম ইয়াদ আলি। মুর্শিদাবাদের সুতি থানার কাশিমনগরের বাসিন্দা তিনি। কাশিমনগরেই তাঁর একটি হার্ডওয়্যারের দোকান রয়েছে। অন্যান্যদিনের মতোই বুধবার সকালে দোকানে যান ইয়াদ আলি। সাড়ে ৯ টা নাগাদ কাবিরুল শেখ নামে এক ব্যক্তি দোকানে যান সিমেন্ট কিনতে। তিনি দোকানে থাকাকালীন বাইকে দুই যুবক ইয়াদ আলির দোকানে যায়। অভিযোগ, কাবিরুলকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় তাঁরা। ঘটনাচক্রে কাবিরুল সরে গেলে গুলি গিয়ে লাগে ইয়াদ আলির বুকে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
এদিকে অভিযুক্তদের ধাওয়া করে স্থানীয়রা। তবে বাইক ফেলে চম্পট দিয়েছে তাঁরা। কিন্তু কে এই কাবিরুল? কেনই বা গুলি? জানা গিয়েছে, জুয়ারি হিসেবে এলাকায় পরিচিত কাবিরুল। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, জুয়া খেলাকে কেন্দ্র করেই এই ঘটনা। যদিও এবিষয়ে পুলিশ এখনও স্পষ্টভাবে কিছু জানাতে পারেনি। তবে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।