সঞ্জিত ঘোষ, নদিয়া: ফের রাজ্যে শুটআউট। নদিয়ায় তৃণমূল নেতার ভাইপোকে গুলি করে খুনের অভিযোগ শাসকদলেরই একাংশের বিরুদ্ধে। আহত তৃণমূল নেতা -সহ ২। ঘটনার নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদন্দ্বকেই দায়ি করা হয়েছে আক্রান্তদের তরফে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, নদিয়ার নাকাশিপাড়ার ধাপারিয়া গ্রামের বাসিন্দা মহৎ আলি দফাদার। তৃণমূলের বুথ সভাপতি তিনি। অভিযোগ, বুধবার সকালে ওই তৃণমূল নেতার বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ব্যাপক ভাঙচুর চালানো হয় বাড়িতে। বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগ, এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। আহত হন মহৎ আলি দফাদার, তাঁর ছেলে সামজ্জি দফাদার ও ভাইপো মতিয়াজুল দফাদার।
[আরও পড়ুন: শিশির অধিকারীকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান, পঞ্চায়েতের স্থায়ী সমিতির ভোটে কারচুপির অভিযোগ]
তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা মহৎ আলি দফাদারের ভাইপোকে মৃত বলে ঘোষণা করে। আহত ২ জনকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে রেফার করা হয়। আক্রান্তদের পরিবারের দাবি, তৃণমূল কর্মীরাই হামলা চালিয়েছে তাঁদের উপর। কারণ হিসেবে জানা গিয়েছে, ভোটের পর থেকেই আক্রান্তদের পরিবারের বিরুদ্ধে কংগ্রেসকে সহযোগিতা করার অভিযোগ উঠেছিল। যদিও আক্রমণের অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।