শংকরকুমার রায়, রায়গঞ্জ: ফের রাজ্যে শুটআউট। জমি বিবাদের জেরে চলল গুলি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুরের ইসলামপুরে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ যুবক। তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, গুলিবিদ্ধ যুবকের নাম কামাল। পেশায় টোটোচালক তিনি। উত্তর দিনাজপুরের ইসলামপুরের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের হুলুগছ এলাকার বাসিন্দা তিনি। সূত্র মারফত জানা গিয়েছে, জমি নিয়ে দীর্ঘদিন ধরেই কামালের সঙ্গে অশান্তি চলছিল প্রতিবেশী মইনুদ্দিনের। এদিন সকালে তা চরম আকার নেয়। রীতিমতো হাতাহাতি হয় তাঁদের মধ্যে। এক পর্যায়ে শান্ত হয় পরিস্থিতি। পরবর্তীতে দুপুর বেলা নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযোগ, সেই সময় আচমকা কামালকে লক্ষ্য করে গুলি চালায় মইনুদ্দিন। লাগে কামালের পেটে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন কামাল।
[আরও পড়ুন: দক্ষিণে উধাও শীত, বছর শুরুতেই বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গ]
তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন কামাল। অশান্তির খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। এলাকায় তল্লাশি চালাতে উদ্ধার হয়েছে তিনটি তাজা বোমা। নতুন করে যাতে অশান্তি না ছড়ায় সেই কারণে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল বাহিনী। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। দ্রুতই অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে।