shono
Advertisement

Breaking News

খাদ্য উৎসবে চলল গুলি, ক্যালিফোর্নিয়ায় আনন্দের মাঝে নিহত কমপক্ষে ৩

পুলিশের পালটা গুলিতে বন্দুবাজও নিহত৷ The post খাদ্য উৎসবে চলল গুলি, ক্যালিফোর্নিয়ায় আনন্দের মাঝে নিহত কমপক্ষে ৩ appeared first on Sangbad Pratidin.
Posted: 04:51 PM Jul 29, 2019Updated: 04:51 PM Jul 29, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মধ্যেই চলল গুলি৷ খাবারের স্বাদ নিতে নিতেই আমেরিকার ক্যালিফোর্নিয়ায় লুটিয়ে পড়লেন অনেকে৷ অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের গুলিতে ৩ জনের মৃত্যু হয়েছে৷ আহত অন্তত ১৫৷ পুলিশের পালটা গুলিতে মৃত্যু হয়েছে বন্দুকবাজেরও৷

Advertisement

[আরও পড়ুন: খেলতে গিয়ে পাথর ভেবে এ কী তুলল খুদে! চক্ষু চড়কগাছ বিশেষজ্ঞদের]

ক্যালিফোর্নিয়া মানেই যেন উচ্ছ্বাসের ঢেউ৷ সবসময় কোনও না কোনও উৎসবের আমেজ৷ সপ্তাহান্ত মানে সেই সুর আরও উঁচুতে বাঁধা হয়ে থাকে৷ সেরকমই রবিবারের সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ায় চলছিল গিলরয় গার্লিক ফেস্টিভ্যাল৷ পুরদস্তুর খাদ্য উৎসব৷ নাচ,গানের সঙ্গে রকমারি খাবার, পানীয়র বিপুল সম্ভার৷ সন্ধেটা তাতেই মজে ছিলেন ক্যালিফোর্নিয়াবাসী৷ নিরাপত্তারও অভাব ছিল না৷ গিলরয়ের পুলিশ উৎসব স্থলের আশেপাশে নিরাপত্তা বলয়ে মুড়ে রেখেছিল৷ তবে সেই বলয় পেরিয়েই ঢুকে পড়ে বন্দুকবাজ৷ পুলিশের অনুমান, একজনকে খতম করা গেলেও, আরেকজন পালিয়ে গিয়েছে৷ তার খোঁজে চলছে তল্লাশি৷
প্রত্যক্ষদর্শী জুলিসা কনট্রেরাস বলছেন, ‘হঠাৎই পুলিশের নিরাপত্তার বেড়াজাল ভেঙে ঢুকে পড়ে এক বন্দুকবাজ৷ মধ্য তিরিশের ফরসা একটা লোক, হাতে রাইফেল ছিল৷ একেবারে সবদিকে তাক করে গুলি চালিয়ে যাচ্ছিল৷’ এরপরই শুরু হয় এলোপাথাড়ি গুলি৷ খাওয়াদাওয়া, আনন্দের রেশ খানখান হয়ে যায় গুলির শব্দে৷ ঘটনাস্থল থেকে পালাতে শুরু করেন অনেকে৷ গিলরয়ের পুলিশ প্রধান স্কট স্মিথি জানিয়েছেন, মাত্র ১ মিনিট ধরে গুলি চালিয়েছে বন্দুকবাজ৷ তারপরই তাকে ধরে কাবু করে ফেলে পুলিশ৷ তাতেও অবশ্য সকলকে বাঁচানো যায়নি৷ প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে পুলিশের দৃঢ় অনুমান, আরও একজন বন্দুকবাজ গা ঢাকা দিয়েছে৷

[আরও পড়ুন:বাজেয়াপ্ত হয়েছে সম্পত্তি, এবার পাক শেয়ার বাজারে টাকা খাটাচ্ছে দাউদ]

খাদ্য উৎসবের অন্যতম উদ্যোক্তা ব্রায়েন বো’র কথায়, ‘দুঃসহ অভিজ্ঞতা৷ এর চেয়ে খারাপ অনুভূতি আগে কখনও হয়নি আমাদের৷’ ক্যালিফোর্নিয়া দেশের অন্যতম বড় আদা উৎপাদনকারী প্রদেশ৷ সেই কারণে ১৯৭৯ সাল থেকে এখানে গিলরয় গার্লিক ফেস্টিভ্যাল হয়ে আসছে৷ এর একটা আলাদা ঐতিহ্য আছে৷ সেখানে এধরনের হামলা শুধু প্রাণহানিই নয়, খাদ্য উৎসবের সেই ঐতিহ্যও নষ্ট করে দিল বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা৷ ঘটনার নিন্দা করে নিহতদের পরিবারের প্রতি শোকপ্রকাশ করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর৷

The post খাদ্য উৎসবে চলল গুলি, ক্যালিফোর্নিয়ায় আনন্দের মাঝে নিহত কমপক্ষে ৩ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement