shono
Advertisement

দুই গোষ্ঠীর সংঘর্ষের জের! দিল্লির তিশ হাজারি কোর্ট চত্বরেই গুলির লড়াই আইনজীবীদের

বচসার মধ্যেই আদালত চত্বরে গুলি চলে।
Posted: 03:42 PM Jul 05, 2023Updated: 08:27 PM Jul 05, 2023

সোমনাথ রায়, নয়াদিল্লি: আবারও গুলি চলল দিল্লির আদালতে (Delhi)। বুধবার দুপুর দেড়টা নাগাদ আচমকাই গুলি চলে দিল্লির তিশ হাজারি আদালতে (Tis Hazari Court)। সূত্রের খবর, অন্তত ৯ রাউন্ড গুলি চলেছে আদালত চত্বরে। আইনজীবীদের মধ্যে মতবিরোধের জেরেই আচমকা গুলি চলেছে বলে খবর। তবে এখনও কোনও হতাহতের খবর মেলেনি। প্রসঙ্গত, আগেও একাধিকবার দিল্লির আদালত চত্বরে গুলি চলেছে। বেশ কয়েকজন আহতও হয়েছেন সেই ঘটনাগুলিতে। 

Advertisement

[আরও পড়ুন: সৃজিতের ছবিতে ডবল ধামাকা, জুটি বেঁধে গান গাইলেন অরিজিৎ সিং ও সোনু নিগম]

বুধবারের গুলি চলার সূত্রপাত দুপুর দেড়টা নাগাদ। আচমকাই ঝামেলায় জড়িয়ে পড়েন তিস হাজারি আদালতের আইনজীবীদের দুই গোষ্ঠী। সেখানে শামিল হন আদালতের কর্মচারীরাও। তারপরেই গুলির শব্দ পাওয়া যায়। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে গুলি চললেও কারও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। সূত্রের দাবি, ৯ রাউন্ড গুলি চলেছে আদালতের ভিতরে। কেন আচমকা বচসায় জড়ালেন আইনজীবীরা, তা অবশ্য জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Delhi Police)।

প্রসঙ্গত, এপ্রিল মাসেই দিল্লির সাকেত কোর্টে গুলি চলেছিল। স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন এক ব্যক্তি।  বৈবাহিক সম্পর্ক ভাল ছিল না, তার জেরেই আদালতে এসে স্ত্রীকে খুন করার পরিকল্পনা করেছিলেন। পূর্ব পরিকল্পিতভাবে আইনজীবীর পোশাক পরে আদালতে আসেন ওই ব্যক্তি। পরে জানা যায়,  অভিযুক্ত ব্যক্তি পেশায় একসময় আইনজীবী ছিলেন। বিভিন্ন অভিযোগে তাঁকে সাসপেন্ড করে বার কাউন্সিল। তিনি আহত মহিলার নামে প্রতারণার মামলা করেছিলেন। সাকেত আদালতে সেই মামলার শুনানির সময়েই স্ত্রীকে গুলি করে মারতে চান তিনি।

[আরও পড়ুন: ভয়ংকর দুর্ঘটনার কবলে প্রবীণ কুমার! দুমড়েমুচড়ে গেল প্রাক্তন পেসারের গাড়ি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement