টিটুন মল্লিক, বাঁকুড়া: ভরদুপুরে বাঁকুড়ায় (Bankura) চলল গুলি। জখম হলেন ৩ জন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়া সদর থানার কেশাকোল এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। কিন্তু কেন এই গুলি? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যদিও প্রাথমিক তদন্তে অনুমান, নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে বাঁকুড়া শহর থেকে বেরিয়ে হেভির মোড়ের দিকে যাচ্ছিল একটি মারুতি ভ্যান। সেই গাড়িতেই ছিল কুখ্যাত দুষ্কৃতী সাদ্দাম শেখ। এদিন বর্ধমান জেল থেকে ছাড়া পেয়ে গাড়ি করে বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছিলেন তিনি। ধীরে ধীরে তৃণমূলে যুক্ত হওয়ার পরিকল্পনাও ছিল তাঁর। কিন্তু তা ভালভাবে নেয়নি তৃণমূলের একাংশ। সেই কারণেই খুনের ছক বলে অনুমান। এদিন কোর্ট থেকে ফেরার পথে সাদ্দামের গাড়ির পিছু নেয় একটি বাইক। অভিযোগ, বাঁকুড়ার ২ নম্বরের কেশাকোল এলাকায় মারুতি ভ্যানকে লক্ষ্য করে গুলি চালায় বাইকে থাকা দুষ্কৃতীরা। স্বাভাবিকভাবেই হতভম্ব হয়ে যান স্থানীয়রা। সম্বিত ফেরার আগেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্তরা।
[আরও পড়ুন: ‘ইভিএমে পদ্মে বোতাম টেপার সময়ই আলো নিভে যাচ্ছে’, বিস্ফোরক ধূপগুড়ির মিতালি রায়]
খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে যায় পুলিশ। দেখা যায়, গুলিতে জখম হয়েছেন ৩ জন। তাঁদের মধ্যে একজন জিয়াউল হক শেখ ও নূর মহম্মদ। আহতদের উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী হাসপাতালে ভরতি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মারুতি ভ্যানের ভিতর থেকে প্রচুর তৃণমূলের পতাকা, ফেস্টুন উদ্ধার হয়েছে। খুনের প্রকৃত কারণের সন্ধানে পুলিশ।