shono
Advertisement

ভরদুপুরে প্রকাশ্য রাস্তায় শুটআউট, মালদহে গুলিবিদ্ধ প্লাস্টিক ব্যবসায়ী

আক্রান্ত সুজাপুরের বাসিন্দা শফিকুল ইসলামের হাতে গুলি লেগেছে বলে খবর।
Posted: 03:50 PM Dec 22, 2023Updated: 07:22 PM Dec 22, 2023

বাবুল হক, মালদহ: ভরদুপুরে প্রকাশ্যে শুটআউট মালদহের (Maldah) জাতীয় সড়কে। গুলিবিদ্ধ হলেন এক প্লাস্টিক ব্যবসায়ী। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদহের ইংলিশবাজার থানার সুস্থানিমোড় এলাকায়। ৩৪ নম্বর জাতীয় সড়কে (NH 34) দিনের আলোয় বাইক আরোহী ব্যবসায়ীকে গুলি করে খুনের চেষ্টার ঘটনায় এলাকা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। গুলিবিদ্ধ ব্যবসায়ীকে উদ্ধার করে শহরের একটি এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। ব্যবসায়ীর হাতে গুলি লেগেছে বলে জানা গিয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম শফিকুল ইসলাম। তাঁর বাড়ি জেলার কালিয়াচক থানার সুজাপুর (Sujapur) এলাকায়। শুক্রবার ভরদুপুরে ইংলিশবাজারের সুস্থানিমোড় এলাকায় গিয়েছিলেন তিনি। জাতীয় সড়কে একাই মোটরবাইকে ছিলেন। সেই সময় প্রকাশ্যেই দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি (Shootout) চালায়। মাটিতে লুটিয়ে পড়েন সফিকুল ইসলাম নামে ওই প্লাস্টিক ব্যবসায়ী।

[আরও পড়ুন: অভিষেকেই রিচার হাফ সেঞ্চুরি, ব্যাটে দীপ্তি-জেমাইমা-স্মৃতির দাপটে ব্যাকফুটে অস্ট্রেলিয়া]

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন দুপুরে মোটরবাইকে চড়ে যাচ্ছিলেন সুজাপুরের ব্যবসায়ী শফিকুল। আচমকাই পিছন থেকে গুলি চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। মোটরবাইকে একাই ছিলেন শফিকুল। তাঁর হাতে গুলি লাগে। তাঁকে উদ্ধার করে গাবগাছি যদুপুর এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। কী কারণে, কেন তাঁর উপর এমন হামলা, সে বিষয়ে এখনও কিছু জানতে পারেননি তদন্তকারীরা। তবে শফিকুল একজন দুষ্কৃতীকে চিনতে পেরেছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সেই সূত্র ধরেই এগোচ্ছে তদন্ত।

[আরও পড়ুন: বন্দে ভারত এবার শ্রীরামপুরে! হুবহু ট্রেনের মডেল বানিয়ে তাক লাগালেন পুরোহিত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার