আলাপন সাহা, আহমেদাবাদ: শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলতে পারবেন না, একটা আন্দাজ করাই যাচ্ছিল। কিন্তু শ্রেয়স এখন আইপিএলে (IPL 2023) খেলতে পারবেন কি না, সেটা নিয়েও বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। যা স্বাভাবিকভাবেই চিন্তায় ফেলে দেবে কেকেআর টিম ম্যানেজমেন্টকে। কারণ-শ্রেয়স খেলতে না পারলে কেকেআর (KKR) ব্যাটিং শুধু বড় ধাক্কা খাবে না, একইসঙ্গে নতুন করে অধিনায়কও খুঁজতে হবে তাদের।
সোমবার খেলা শেষে ভারত অধিনায়ক রোহিত শর্মা এসে যা বলে গেলেন, তাতে আশাব্যঞ্জক কিছু পাওয়া গেল না। রোহিত বললেন, ‘‘শ্রেয়সের অবস্থা দেখে খারাপই লাগছে। স্ক্যান করানোর জন্য ওকে হাসপাতালে পাঠানো হয়েছিল। তবে কী রিপোর্ট এসেছে, জানি না। তবে যখন ব্যথা হচ্ছিল, তখন ওর অবস্থা দেখে একেবারেই ভাল লাগেনি ওকে।’’
[আরও পড়ুন: নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শামিকে ‘জয় শ্রীরাম’ ধ্বনি, ‘কিছুই জানি না’, দাবি রোহিতের]
খবর নিয়ে যা জানা গেল, তাতে শ্রেয়সকে হয়তো ফের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) পাঠানো হতে পারে। চোটের কারণেই প্রথম টেস্ট খেলতে পারেননি শ্রেয়স। মাস দেড়েক আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ চলাকালীন চোট পেয়েছিলেন নাইট অধিনায়ক। তারপর বেশ কিছুদিন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলেছিল মুম্বইকরের। দিল্লি টেস্টের আগে ফিটনেস টেস্ট দিয়ে টিমে ঢোকেন।
কিন্তু আমেদাবাদে ফের চোট পান শ্রেয়স। অনেকেই মনে করছেন, শ্রেয়সের পক্ষে শুরু থেকে আইপিএলে খেলা হয়তো মুশকিলের। সেক্ষেত্রে কেকেআর তাঁকে মাঝপর্ব থেকে পেতে পারে। তবে কেকেআর অবশ্য শুরু থেকেই শ্রেয়সকে পাওয়ার ব্যাপারে আশাবাদী। শোনা গেল, কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত নিজে কথা বলেছেন তাঁর ক্যাপ্টেনের সঙ্গে।