shono
Advertisement

খেলার ইচ্ছাই নেই! এবার রনজি ফাইনালেও শর্ট বলে আউট শ্রেয়স

মুম্বইয়ের সমস্যা বাড়ালেন শ্রেয়স।
Posted: 04:33 PM Mar 10, 2024Updated: 04:34 PM Mar 10, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘জোর করে কিছু হয় না’। কয়েক দিন আগেই কথাগুলো বলেছিলেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। বোর্ডের বার্ষিক চুক্তি থেকে যখন ঈশান কিশান (Ishan Kishan) ও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) বাদ পড়েন তখন ঋদ্ধিকে প্রশ্ন করা হয়েছিল এই বিষয়ে। মুম্বইয়ের হয়ে রনজি সেমিফাইনালের পর ফাইনালেও (Ranji Trophy 2024 Final) ব্যর্থ শ্রেয়স। বিশেষ ভাবে বিদর্ভর বিরুদ্ধে যেভাবে প্রথম ইনিংসে শ্রেয়স আউট হয়েছেন, তাতে এই প্রশ্নই উঠছে। অনেকের মতে, যেন বাধ্য হয়ে রনজি খেলছেন শ্রেয়স।

Advertisement

মেগা ফাইনালে এক হাত দূরের ডেলিভারি খোঁচা দিয়ে আউট হলেন শ্রেয়স। উমেশ যাদবের যে ডেলিভারিতে আউট হলেন তিনি, তা দেখার পর অনেকেই বলছেন তাঁর যেন ইচ্ছে নেই খেলার। তাঁকে যেন জোর করে খেলতে হচ্ছে। তাই একটা দায়সারা ভাব ফুটে উঠছে তাঁর খেলার। যেন কোনও রকমে খেলা শেষ হলে বাঁচি গোছের মনোভাব শ্রেয়সের।

[আরও পড়ুন: আশা জাগিয়েও ফেরা হল না! গোটা আইপিএল থেকেই ছিটকে গেলেন পন্থ?]

যার ফলে, ধারাভাষ্যকাররাও যে কারণে বলছিলেন, শ্রেয়সের ছন্দহীন খেলার যেন বিষয়টা মানসিক। তাঁর মাথার মধ্যে অন্যকিছু চলছিল। না হলে কেউ এত দূরের বল কোনও পায়ের মুভমেন্ট নেই, জায়গায় দাঁড়িয়ে এ ভাবে ব্যাট এগিয়ে দেয় না। শ্রেয়সের প্রথম শ্রেণির ক্রিকেটে এবং টেস্টে খেলার এত বছরের অভিজ্ঞতা। কিন্তু ফাইনালের মতো ম্যাচে সেই ছাপ দেখা গেল না শ্রেয়সের ব্যাটে। ১৫ বলে ৭ রান করে আউট হন। এর পর থেকেই তাঁকে নিয়ে শুরু হল নতুন আলোচনা।

[আরও পড়ুন: বিশ্ব ক্রিকেটে একাধিপত্য ভারতের, তিন ফরম্যাটের পাশাপাশি WTC-তেও শীর্ষে রোহিত ব্রিগেড]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement