সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেন্নাই সুপার কিংসের (CSK) কাছে ৬৩ রানে হেরেছে গুজরাট টাইটান্স (Gujarat Titans)। হারের পরদিনই জানা গেল গুজরাট অধিনায়ক শুভমান গিলকে (Shubman Gill) ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
মন্থর ওভার রেটের জন্য গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিল শাস্তি পেলেন। আইপিএল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যেহেতু এটাই মরশুমের প্রথম অপরাধ, সেই কারণে আইপিএলের কোড অফ কন্ড্যাক্ট ভাঙার জন্য ১২ লক্ষ টাকা জরিমানা করা হচ্ছে শুভমান গিলকে।”
[আরও পড়ুন: স্পেন মাতালেন ব্রাজিলের এনড্রিক, আর্জেন্টিনার সাফল্যের দিনে হার রোনাল্ডোর]
মুম্বই ইন্ডিয়ান্সকে প্রথম ম্যাচে হারানোর পরে মহেন্দ্র সিং ধোনির দলের কাছে মঙ্গলবার বড় ব্যবধানে হারতে হয়েছে গুজরাট টাইটান্সকে। মরশুমের শুরুতেই জানা গিয়েছিল এবার গুজরাটের নেতৃত্ব ছেড়ে মুম্বইয়ের অধিনায়কত্ব করবেন হার্দিক পাণ্ডিয়া। গুজরাটকে নেতৃত্ব দেবেন গিল।
চেন্নাই সুপার কিংসের কাছে হেরে গেলেও ‘গেল গেল’ রব তোলার কোনও কারণ দেখছেন না গিল। এবার শুভমান গিলের চওড়া ব্যাটের দিকেই নজর সবার। সবাই মনে করছেন, গিলের চওড়া ব্যাট স্বপ্ন দেখাবে গুজরাট টাইটান্সকে। তবে আইপিএলের ফাইনালের বল গড়াতে এখনও ঢের দেরি। চেন্নাই সুপার কিংসের কাছে হার ভুলে আগামী ম্যাচে নামবে গুজরাট টাইটান্স, একথা বলে দেওয়াই যায়।