shono
Advertisement

Breaking News

‘রাস্তায় থাকবে না আমিষ খাবারের স্টল’, ভোটে জিতেই হুমকি রাজস্থানের গেরুয়া নেতার

আঙুল তুলে পুলিশকে নির্দেশ দিন বিজেপি নেতা।
Posted: 07:39 PM Dec 04, 2023Updated: 07:39 PM Dec 04, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মরুরাজ্যের ট্রাডিশন অনুযায়ী কংগ্রেসকে (Congress) হারিয়ে ফের রাজস্থানে (Rjasthan) ক্ষমতায় ফিরেছে বিজেপি (BJP)। ভোটে জেতার পরদিনই কট্টোর হিন্দুত্বের ধ্বজা হাতে মাঠে নামলেন বিজেপি বিধায়ক বালমুকুন্দ আচার্য। সোমবার স্থানীয় পুলিশ আধিকারিককে জয়পুরের রাস্তার ধারের যাবতীয় আমিষ খাবারের দোকান বন্ধের নির্দেশ দিলেন তিনি। গেরুয়া বিধায়কের হুঁশিয়ারির ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

Advertisement

জয়পুরের হাওয়া মহল আসনে জয়লাভ করেছেন বালমুকুন্দ আচার্য। দলের মধ্যে প্রাক্তন রাজ্য সভাপতি বালকনাথের মতো প্রভাবশালী না হলেও কট্টোর হিন্দুত্ববাদী বলেই পরিচিত। সোমবার তাঁরই একটি ভিডিও সোশাল মিডিয়ায় দ্রুত ছড়ায়। সেখানে দেখা গিয়েছে, এক পুলিশ আধিকারিককে আঙুল তুলে হুঁশিয়ারি দিচ্ছেন বিধায়ক। তিনি বলেন, “এখনে রাস্তায় আমিষ খাবার বিক্রি হয়? হ্যাঁ বা না-তে জবাব দিন। আপনি তাহলে এর পক্ষে! রাস্তার ধারের সমস্ত আমিষ খাবারের দোকান অবিলম্বে বন্ধ করতে হবে। সন্ধেবেলা রিপোর্ট নেবো। কে অফিসার জানতে চাই না।”

 

[আরও পড়ুন: অনলাইনে অর্ডার করে বিরিয়ানিতে মিলল মরা টিকটিকি! ক্ষুব্ধ গ্রাহক, কী জবাব দিল Zomato?]

গেরুয়া নেতার পুলিশকে হুঁশিয়ারি দেওয়ার ভিডিও ভাইরাল হতেই আসরে নামেন এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়েইসি। তিনি বলেন, “এভাবে কেউ আমিষ খাবার বন্ধ করতে পারে না। এটা অন্যায়।” তবে কিনা গোবলয়ে হিন্দুত্বের ধ্বজা উড়িয়েই ক্ষমতায় এসেছে বিজেপি। বালকনাথের মতো হিন্দুত্ববাদী নেতারা গোমাংস তথা আমিষ বিরোধী প্রচারও চালিয়েছেন। উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানার মতো রাজ্যে বিজেপি যখন গোমাংস তো বটেই এমনকী আমিষ বিরোধী, তখন মিজোরাম, মেঘালয়ের মতো উত্তরপূর্বের রাজ্যে ‘গোমাংস ভক্ষণে আপত্তি নেই’। অর্থাৎ রাজ্য ভিত্তিক নীতি নিচ্ছে মোদি-শাহর ক্যাম্পে।যা দেখে সেবার ওয়ইেসি বলেছিলেন, “বিফ ইজ মামি ফর দ্য বিজেপি ইন ইউপি বাট ইয়ামি ইন গোয়া অ্যান্ড দ্য নর্থ ইস্ট।”

[আরও পড়ুন: মিজোরামে ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলল ZPM, গদিচ্যুত জোরামথাঙ্গা, বিজেপি-কংগ্রেস নামমাত্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement