shono
Advertisement
Sikandar

অগ্রিম বুকিংয়েই ঝড় তুলল 'সিকন্দর', ঘণ্টায় ৪০ হাজার টিকিট বিক্রি! ভক্তরা বলছে, 'সলমন সুপারহিট'

মুক্তির আগেই কত কোটি টাকার ব্যবসা করল সলমন খানের 'সিকন্দর'?
Published By: Sandipta BhanjaPosted: 09:26 PM Mar 25, 2025Updated: 09:26 PM Mar 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'সিকন্দর' সিনেমার ট্রেলারেই ভাইজান বুঝিয়ে দিয়েছিলেন যে এবার বক্স অফিসের খেলা ঘুরতে চলেছে! কখনও অ্যাকশন অবতারে কখনও রোম্যান্টিক হিরোর বেশে ষাটের সুপারস্টারকে দেখে ততোধিক উচ্ছ্বসিত ভাইজান ভক্তরা। এবার অগ্রিম বুকিংয়েও ঝড় তুলে দিলেন সলমন খান।

Advertisement

মঙ্গলবারই 'সিকন্দর'-এর অ্যাডভান্স বুকিং শুরু হয়েছে। আর ঘণ্টাখানেকের মধ্যেই ৪০ হাজার টিকিট শেষ। শুধুমাত্র হিন্দি ভাষার ২ডি ভার্সনের টিকিটই যা বিক্রি হয়েছে, তাতে ১.১৩ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ভাইজানের ছবি। অন্যদিকে ব্লক বুকিংয়ের হিসেব ঘেঁটে বলিউডের সংবাদ মাধ্যম বলছে, অগ্রিম বুকিংয়েই 'সিকন্দর' ৫ কোটি টাকার বেশি আয় করেছে। গোটা ভারতের ৭ হাজার ৯৫২টি স্ক্রিনে দেখানো হবে 'সিকন্দর'। সেন্সর বোর্ডের কাঁচিতেও খুব একটা কাটছাট হয়নি! বেশ কয়েকটি দৃশ্য ঝাপসা করে দেওয়ার পাশাপাশি খান কয়েক শব্দ 'মিউট' করে দেওয়া হয়েছে মাত্র। সিনেবাণিজ্য বিশ্লেষকদের রিপোর্ট অনুসারে, সবথেকে বেশি টিকিট বিক্রি হয়েছে দিল্লিতে। ২১.৮৪ লক্ষ টিকিট হু হু করে বেরিয়ে গিয়েছে রাজধানীতে। দ্বিতীয়স্থানে ২০.৩৯ লক্ষ টিকিট বিক্রি করে মহারাষ্ট্র। তাঁদের অনুমান, পয়লা দিনেই ৫০ কোটির গণ্ডি পেরবে সলমন খানের 'সিকন্দর'। এদিকে ঝড়ের গতিতে টিকিট বিক্রি দেখে ভাইজান ভক্তদের ভবিষ্যদ্বাণী, 'ব্লকবাস্টার হবেই'।

রবিবার তিন মিনিট সাঁইত্রিশ সেকেন্ডের ‘সিকন্দর’ ট্রেলারে খেল দেখিয়েছেন ভাইজান। একদম অ্যাকশন প্যাকড ঝলক। সঙ্গে ভাইজানের নিজস্ব ভঙ্গিতে দুরন্ত সংলাপ। নাচে, গানে, অ্যাকশনে, ড্রামায় ভরপুর ট্রেলার থেকে চোখ ফেরানো দায়। অনেকদিন পর সুপারস্টার সলমনকে আবার দেখা গেল পুরনো মেজাজে। বলিউডের আট-নয়ের দশকের অ্যাকশন ঘরানার ছবির ফ্লেভার নিয়ে হাজির ‘সিকন্দর’। এদিকে অভিনেতাকে আরও একবার লার্জার দ্যান লাইফ অবতারে দেখে দারুণ খুশি ভক্তরা।

ট্রেলারে যেমন অ্যাকশন অবতারে সলমন নজর কেড়েছেন তেমন রশ্মিকা-সলমনের রোমান্সের ঝলকও চোখে পড়ার মতো। ট্রেলারে দেখা যাচ্ছে ‘সিকন্দর’ সলমন সমাজের অন্যায়ের বিরুদ্ধে সরব। সমাজকে শোধরাতে একাহাতে দায়িত্ব তুলে নেয় ‘সিকন্দর’। ‘শত্রুদের ত্রাস,দুস্থদের রবিনহুড’ হয়ে একেবারে মারকাটারি ইমেজে হাজির সলমন। যারা অ্যাকশন মুভি দেখতে ভালোবাসেন সলমনের ‘সিকন্দর’ যে তাদের মন ভরাবেই সেকথা বলাই যায়। এখন শুধু সময়ের অপেক্ষা। আগামী ৩০ মার্চ বড়পর্দায় আসছে ছবিটি। অতঃপর এবারের ইদে অনুরাগীদের জন্য সলমনের ‘ইদি’ যে ‘সিকন্দর’-ই হতে চলেছে, তা বেশ বোঝা যাচ্ছে। এবার সলমনের ব্লকবাস্টার প্রত্যাবর্তনের অপেক্ষা মাত্র!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মঙ্গলবারই 'সিকন্দর'-এর অ্যাডভান্স বুকিং শুরু হয়েছে। আর ঘণ্টাখানেকের মধ্যেই ৪০ হাজার টিকিট শেষ।
  • শুধুমাত্র হিন্দি ভাষার ২ডি ভার্সনের টিকিটই যা বিক্রি হয়েছে, তাতে ১.১৩ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ভাইজানের ছবি।
  • অন্যদিকে অগ্রিম বুকিংয়েই 'সিকন্দর' ৫ কোটি টাকার বেশি আয় করেছে।
Advertisement