সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কী আইন বিভাগের পড়ুয়া? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, স্পেশ্যাল ডিউটি (লিগ্যাল) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল শিলিগুড়ি পৌরনিগম। আগ্রহী প্রার্থীদের আগামী ১৬ জুন ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নিতে হবে। জেনে নিন চাকরি সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
Advertisement
কারা ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নিতে পারবেন?
- যাঁরা আইনে স্নাতক তাঁরা এই ইন্টারভিউতে অংশ নিতে পারবেন।
- সিভিল মামলা লড়ার ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা।
[আরও পড়ুন: মোটা বেতনের কেন্দ্রীয় সরকারি চাকরি চান? জেনে নিন আবেদনের খুঁটিনাটি]
বয়সসীমা:
ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই ইন্টারভিউতে অংশ নিতে পারবেন।
বেতন:
স্পেশ্যাল ডিউটি (লিগ্যাল) পদে চাকরি যিনি পাবেন তিনি প্রতি মাসে ৩৫ হাজার টাকা বেতন পাবেন।
বিঃদ্রঃ- যাঁরা স্পেশ্যাল ডিউটি (লিগ্যাল) আগ্রহীদের আগামী ১৬ জুন ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নিতে হবে।