তারক চক্রবর্তী, শিলিগুড়ি: মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার জন্য শিলিগুড়ি শিক্ষা জেলার ১২টি স্কুলের ১০৪০ জন পড়ুয়াকে আনা হয়েছিল। শিলিগুড়ি বয়েজ হাইস্কুলে পড়ুয়াদের একত্রিত করে সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার আগেই ঘটে বিপত্তি। স্কুল থেকে স্টেডিয়ামে পৌঁছনোর আগে স্কুলে ওই পড়ুয়াদের জন্য বিরিয়ানির ব্যবস্থা করা হয়েছিল। সেই বিরিয়ানি পচা ছিল বলে অভিযোগ পড়ুয়াদের। ফলে না খেয়েই মুখ্যমন্ত্রীর সভায় পৌঁছায় তারা। সূত্রের খবর, সবটা জানার পর তাদের খাবারের ব্যবস্থা করেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, অনগ্রসর কল্যাণ দপ্তরের তরফে সেই বিরিয়ানি বিলি করা হচ্ছিল। এদিন স্কুল পড়ুয়াদের পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকারাও ছিলেন। নষ্ট বিরিয়ানি দেওয়ার প্রতিবাদ করেন তাঁরা। এরপরই বিরিয়ানি বিলি বন্ধ করে দেওয়া হয়। যারা বিরিয়ানি পেয়েছিল, তারা মুখ দিতেই বুঝতে পারে যে সেই বিরিয়ানি নষ্ট হয়ে গিয়েছে। যাতে কেউ অসুস্থ হয়ে না পড়েন, তার জন্য সমস্ত বিরিয়ানি ফেলে দেওয়া হয়।
[আরও পড়ুন: আইপিএলে বিরাট চমক, উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন অরিজিৎ সিং!]
অগত্যা একপেট খিদে নিয়ে মুখ ব্যাজার করেই মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) সভায় পৌঁছায় ওই পড়ুয়ারা। তবে জানা গিয়েছে, শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের ‘নষ্ট’ বিরিয়ানির খবর পৌঁছে যায় মুখ্যমন্ত্রীর কানে। বিষয়টি জানতে পেরেই খুদেদের খাবারের ব্যবস্থা করেন। এদিন মঞ্চে দাঁড়িয়েই পড়ুয়াদের উদ্দেশে মমতাকে বলতে শোনা যায়, “খিদে পেয়ে গিয়েছে?” মঞ্চের সামনের দিকে বসে থাকা পড়ুয়ারা একসঙ্গে বলে ওঠে ‘‘হ্যাঁ।’’ এরপরই নাকি তাদের জন্য খাবারের প্যাকেটের ব্যবস্থার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।