shono
Advertisement

সংগীতশিল্পী কালিকাপ্রসাদের মৃত্যুর জেরে গ্রেপ্তার গাড়ির চালক

চালক ঘুমিয়ে পড়ার কারণেই দুর্ঘটনা ঘটে বলে উঠে এসেছে তদন্তে৷ The post সংগীতশিল্পী কালিকাপ্রসাদের মৃত্যুর জেরে গ্রেপ্তার গাড়ির চালক appeared first on Sangbad Pratidin.
Posted: 12:27 PM Mar 13, 2017Updated: 07:27 AM Mar 13, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার জেরে থেমে গিয়েছিল সংগীতশিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যের জীবন-সফর৷ তদন্তে নেমে গতকাল রাতে তাঁর গাড়ির চালককে গ্রেপ্তার করল পুলিশ৷ চালক ঘুমিয়ে পড়ার কারণেই দুর্ঘটনা ঘটে বলে উঠে এসেছে তদন্তে৷

Advertisement

নির্বাচনে কারচুপি করে জিতেছে বিজেপি, বিস্ফোরক অভিযোগ চিদম্বরমের

গত ৭ মার্চ গুড়াপের কাছে দুর্ঘটনায় পড়ে কালিকাপ্রসাদের গাড়ি৷ রেলিংয়ে ধাক্কা খেয়ে বেশ খানিকটা এগিয়ে, কালভার্টে ধাক্কা লেগে গাড়ি উলটে পড়ে জলাশয়ে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় শিল্পীর৷ তাঁকে বর্ধমান হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়৷ তাঁর সঙ্গীরাও গুরুতর জখম হন৷ এক্সপ্রেসওয়েতে তাঁর গাড়িকে অন্য কোনও গাড়ি ধাক্কা দেয় বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছিল৷ কিন্তু ফরেনসিক বিশেষজ্ঞদের গোড়া থেকেই সন্দেহ ছিল অন্যরকম৷ কেননা দুর্ঘটনাস্থলে গাড়ির ব্রেক কষার কোনও চিহ্ন খুঁজে পাননি তাঁরা৷ কোনও গাড়ি ধাক্কা দিলে চালক স্বতঃস্ফূর্তভাবে যা করেন, এখানে তা দেখা যায়নি৷ বিশেষজ্ঞদের অনুমান ছিল চালক ঘুমিয়ে পড়ার কারণেই দুর্ঘটনা ঘটে৷ এরপরই তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়৷ যদিও অর্ণব রাউত নামে ওই চালক তারপর থেকে ফেরার ছিলেন৷ গতকাল রাতে কসবা থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে৷

পরীক্ষায় ১০০% সাফল্যের গ্যারান্টি-সহ বিশেষ কলম বিক্রি করছে এই মন্দির

The post সংগীতশিল্পী কালিকাপ্রসাদের মৃত্যুর জেরে গ্রেপ্তার গাড়ির চালক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement