সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজেই নিজের শরীরে একের পর এক চাবুকের আঘাত দিয়ে চলেছেন তিনি। পরপর ছবার আঘাত করার পরও থামেননি। তবে সপ্তমবার আঘাত করতে যেতেই তাঁকে থামান এক সমর্থক। তিনি তামিলনাড়ুর বিজেপি প্রধান কে আন্নামালাই। নিজেই নিজেকে এভাবে আঘাত করার এই ভিডিও ভাইরাল নেট ভুবনে।
কিন্তু কেমন এমন কাণ্ড ঘটালেন তিনি? আন্নামালাইয়ের দাবি, এটা তামিল সংস্কৃতিরই অংশ। কোনও ব্যক্তিবিশেষ বা দলের বিরুদ্ধে নয়, রাজ্যজুড়ে চলতে থাকা নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদেই তাঁর এই ভাবে নিজেকে আঘাত করা। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবারই তিনি জানিয়ে দিয়েছিলেন, নিজেকে চাবুক মেরেই তিনি এক মহা-প্রতিবাদের সূচনা করতে চান। আগামী ৪৮ দিন তিনি অনশন করবেন। থাকবেন খালি পায়ে। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে ডিএমকের পতন দেখতে চেয়েই তাঁর এই বিক্ষোভ।
আন্না বিশ্ববিদ্যালয়ে হওয়া যৌন নির্যাতনের এক ঘটনায় ন্যায় চাইতেই মূলত তাঁর এই কর্মসূচি হলেও আন্নামালাইয়ের পরিষ্কার দাবি, ''আন্না বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে তা এক চূড়ান্ত মূহূর্ত। গত তিন বছর ধরে কী ঘটে চলেছে সেটা যদি আপনারা নজর করেন... দেখবেন আমজনতা কীভাবে লাগাতার অন্যায়ের শিকার হচ্ছে, মহিলা ও শিশুরাও... এবং দুর্নীতি... তাই আগামিকাল আমি ঘোষণা করি যে এবার আমাদের এই পথ নিতে হবে। যে পথে আমার অনেক পূর্বপুরুষ হেঁটেছেন। নিজেদের চাবুক মেরেছেন।''
সম্প্রতি আন্না বিশ্ববিদ্যালয়ের চত্বরেই এক ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে যৌন হেনস্তার অভিযোগ ওঠে। মারধর করা হয় তাঁর পুরুষ বন্ধুকেও। এই ঘটনায় এক ৩৭ বছরের যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, সে নিজের অপরাধও কবুল করেছে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ডিএমকে তোপ দেগে চলেছে বিজেপি ও এআইএডিএমকে। এবার নতুন আন্দোলনের ডাক দিতে অভিনব পন্থা বেছে নিলেন বিজেপি প্রধান।