shono
Advertisement

দিল্লির হিংসার বিরুদ্ধে গর্জে উঠলেন রূপম, মানবপ্রেমের বার্তা দিয়ে বাঁধলেন গান

কর্মখালি, বেকারত্ব, খাদ্য সমস্যা নিয়েও প্রশ্ন তুলেছেন রূপম। The post দিল্লির হিংসার বিরুদ্ধে গর্জে উঠলেন রূপম, মানবপ্রেমের বার্তা দিয়ে বাঁধলেন গান appeared first on Sangbad Pratidin.
Posted: 05:51 PM Mar 05, 2020Updated: 01:04 PM Mar 06, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জমিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের উপর লাঠিচার্জের প্রতিবাদে গান বেঁধেছিলেন রূপম ইসলাম। প্রতিবাদ ফুটে উঠেছিল তাঁর সুরে, কথায়। এবার দিল্লির ভয়ানক পরিস্থিতি নিয়েও গানের মাধ্যমেই প্রতিবাদ জানালেন গায়ক। তাঁর গানে উঠে এল ‘ইতিহাসের দগদগে ঘা’-এর কথা।

Advertisement

রাজনৈতিক লড়াইয়ের মোড়কে দিল্লিতে মানুষে মানুষে হানাহানি চলছে। চোখে ধর্মের কাপড় বেঁধে ভাইয়ে ভাইয়ে চলছে রক্ত ঝরানোর ‘খেলা’। নিজের গানে এই নিয়েই প্রশ্ন তুলেছেন রূপম। প্রশ্ন তুলেছেন, ‘ধেয়ে এল ওরা কোথা থেকে? কোন ঘাঁটি থেকে নেমে এল? মানুষ খুনের পরোয়ানা বলো কোত্থেকে ওরা পেল?’ গানের দৃশ্যায়ণে মাঝেমধ্যেই ফুটে উঠেছে দিল্লি হিংসার খণ্ডচিত্র। কোথাও আগুন জ্বলছে, কোথাও আবার পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার নাম চলছে পুলিশে বেধড়ক মার। তবে এর মাঝেও রয়েছে মানবতার বার্তা। আসলে দিল্লির এখনকার পরিস্থিতি গোটা মানবসভ্যতার কাছে লজ্জা। দিল্লির মাথা হেঁট হয়ে গিয়েছে সমস্ত বিশ্বের কাছে। রূপমের হুঁশিয়ারি, ‘একদিন দেশ জেগে উঠে নিয়ে নেবে মানবতার শোধ’।

[ আরও পড়ুন: প্রয়াত শ্রীরাম লাগুর নামে নাট্য পুরস্কার ঘোষণা মহারাষ্ট্র সরকারের ]

মানুষের স্বাধীনতা কেড়ে নিচ্ছে আইটি সেল। শকুনের চোখে সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে তারা। অদৃশ্য এক অঙ্গুলিহেলনে চলছে ধর্মের নামে হানাহানি। প্রাণ যাচ্ছে ন’বছরের শিশুর। একদিকে মা হারাচ্ছেন সন্তানকে, অন্যদিকে বাবাকে হারাচ্ছে ছেলে। কিন্তু এমন নারকীয় পরিস্থিতিতেও সবাই নিজের আত্মাকে বিকিয়ে দেয়নি বলে জানিয়েছেন রূপম। বলেছেন, ‘রুখে দাঁড়াচ্ছে কোথা থেকে? ওরা বাঁচাচ্ছে প্রতিবেশি। এই তো আমার দেশের ধাঁচ। এখানে প্রেমের দামই বেশি।’ নিজের গানে কর্মখালি, বেকারত্ব, খাদ্য সমস্যা নিয়েও প্রশ্ন তুলেছেন রূপম। তাঁর বার্তা, দিল্লির এই হিংসায় আদতে লাভ কারওর হল না। রক্তের হোলি খেলায় ‘আসলে খুন হল দেশের মান, খুন হয়ে গেল মানবতা।’

[ আরও পড়ুন: প্রাণের ভাষায় গান উৎসর্গ, মন কাড়ল বাংলা ব্যান্ড ফোকউল্লাসের ‘ভালবাসার মাতৃভাষা’ ]

The post দিল্লির হিংসার বিরুদ্ধে গর্জে উঠলেন রূপম, মানবপ্রেমের বার্তা দিয়ে বাঁধলেন গান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement