সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝখানে একদিনের বিরতি। ফের স্বমহিমায় করোনা। মঙ্গলবার দেশে নতুন করোনা আক্রান্তের সংখ্যাটা অনেকটাই কমেছিল। প্রায় ৭ লক্ষের কাছাকাছি পরীক্ষা হওয়া সত্বেও আক্রান্ত হয়েছিলেন মোট সাড়ে ৫৩ হাজারের বেশি মানুষ। যা কিনা দু’সপ্তাহের মধ্যে ছিল সর্বনিম্ন। তাতে অনেকেই আশার আলো দেখছিলেন। কিন্তু বুধবার আবার স্বমহিমায় ধরা দিল করোনা। গত ২৪ ঘণ্টায় আবার ৬০ হাজারের বেশি মানুষ করোনার কবলে পড়লেন।
সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬০ হাজার ৯৬৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে প্রায় ৭ হাজার বেশি। আগস্টের শুরু থেকেই দেশে প্রায় প্রতিদিন ৬০ হাজারের বেশি মানুষ নতুন করে করোনা আক্রান্ত হচ্ছিলেন। বুধবারও সেই ধারা অব্যাহত থাকল। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ লক্ষ ২৯ হাজার ৬৩৯ জন। মোট সংক্রমণের নিরিখে এখনও বিশ্বে তৃতীয় স্থানে ভারত।
[আরও পড়ুন: তামিলনাড়ুতে করোনায় মৃত বাবা ও ছেলেকে খুনের দায়ে ধৃত পুলিশকর্মী]
তবে আতঙ্কের মধ্যে স্বস্তি দিয়েছে করোনাজয়ীর সংখ্যা। এখনও পর্যন্ত ১৬ লক্ষ ৩৯ হাজার ৬০০ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আপাতত চিকিৎসাধীন ৬ লক্ষ ৪৩ হাজার ৯৪৮ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৮৩৪ জন। এর ফলে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৪৬ হাজার ৯১ জনে। এদিকে প্রায় প্রতিদিনই বাড়ছে পরীক্ষার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে ৭ লক্ষ ৩৩ হাজার মানুষের করোনা পরীক্ষা হয়েছে।
The post ফের একদিনে করোনার কবলে ৬০ হাজারের বেশি মানুষ, দেশে মোট আক্রান্ত পেরল ২৩ লক্ষ appeared first on Sangbad Pratidin.