সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘অ্যালকেমিস্ট’ সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করল কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল। পুলিশ জানিয়েছে, কে ডি সিংয়ের এই সংস্থার বিরুদ্ধে প্রতারণা-সহ একাধিক অভিযোগ তাদের কাছে এসেছে। সিট এবার সেইসব অভিযোগ খতিয়ে দেখবে। অন্যদিকে, নারদকাণ্ডে অন্যতম অভিযুক্ত আইপিএস অফিসার এসএমএইচ মির্জাকে শো কজ করতে চলেছে রাজ্য। আজই হয়তো চিঠি পাঠানো হবে তাঁকে। হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
[এ কেমন সন্তান!!! ঘাবড়ে গেলেন মা নিজেই]
নারদকর্তা ম্যাথু স্যামুয়েলের দাবি, তৃণমূলের রাজ্যসভার সাংসদ কে ডি সিংয়ের তহেলকার টাকায় তিনি নারদের স্টিং অপারেশনগুলি চালিয়েছিলেন। কে ডি সিংয়ের কলকাতার অফিস থেকে সেই টাকা নিয়েছিলেন ম্যাথু। এই অভিযোগের সত্যতাই খতিয়ে দেখছে সিট। পাশাপাশি বউবাজার থানায় কে ডি সিং-সহ ‘অ্যালকেমিস্ট’-এর আরও দুই কর্তা কুমারজিৎ সিং ও পবন বর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। নারদ কাণ্ডের ক্ষেত্রে এইসব অভিযোগের প্রাসঙ্গিকতা লক্ষ্য করেই কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল এই মামলা হাতে নেয়।
[ঠাকুরঘরের ক্ষেত্রে এগুলি মানেন তো? তাহলে নিশ্চিন্তে থাকুন]
অন্যদিকে, জোড়া ফলায় বিদ্ধ অভিযুক্ত আইপিএস অফিসার এসএমএইচ মির্জা। একে নারদ-ইস্যুতে অভিযোগের কাঠগড়ায়। আজই হয়তো শো-কজের চিঠি হাতে পাবেন তিনি। এরই মধ্যে আবার বারাকপুর লাটবাগান পুলিশ কোয়ার্টারে পুলিশ কর্মীর আত্মহত্যার ঘটনায় মির্জার নামে অভিযোগ তুলেছেন মৃতের স্ত্রী। অভিযোগ পৌঁছেছে নবান্ন পর্যন্ত। সূত্রের খবর, এ নিয়ে কড়া মনোভাব নিতে চলেছে নবান্ন। অভিযুক্ত মির্জা-সহ বাকি দুই আধিকারিকের জন্য আসতে চলেছে শাস্তির নিদান।
The post সাংসদ কে ডি সিংয়ের সংস্থার বিরুদ্ধে তদন্তে কলকাতা পুলিশের ‘SIT’ appeared first on Sangbad Pratidin.