অর্ণব আইচ: ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় উত্তাল বিনোদিনী গার্লস হাই স্কুল চত্বর। পুলিশের লাঠির আঘাতে মাথা ফাটল মহিলা অভিভাবকের। তবে একজন নয়, পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন অভিভাবক গুরুতর আহত হয়েছেন। বিক্ষুব্ধ জনতার পালটা আঘাতে আহন হন পুলিশকর্মীরাও। বিক্ষোভকারীদের ছোঁড়া ইটে জখম হয়েছেন গড়িয়াহাট থানার ওসি সুমিত দাশগুপ্ত। মহিলা পুলিশ ছাড়াই অভিভাবকদের উপরে লাঠিচার্জের ঘটনায় উঠেছে নিন্দার ঝড়। উত্তপ্ত হয়ে রয়েছে ঢাকুরিয়ার সংশ্লিষ্ট এলাকা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে রয়েছে গড়িয়াহাট ও লেক থানার পুলিশ।
জানা গিয়েছে, বিনোদিনী গার্লস হাইস্কুলের প্রাইমারি সেকশনের ছাত্রীর শ্লীলতহানির অভিযোগ ওঠে। অভিযোগের তির স্কুলেরই শিক্ষক দীপক কর্মকারের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষকের গ্রেপ্তারির দাবিতে সকাল থেকেই স্কুল চত্বরে বিক্ষোভ শুরু করেন অভিভাবকরা। বেলা বাড়তেই বিক্ষোভ হিংসার আকার নেয়। শুরু হয় ভাঙচুর। স্কুলের গেট ভেঙে ভিতরে ঢুকে ভাঙচুর চলতে থাকে। ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছেছে লেক থানার পুলিশ। বিক্ষোভকারীদের সামাল দিতে পুলিশকর্মীরা আসরে নামেন। এদিকে পুলিশ দেখেই বিক্ষোভ চরমে ওঠে। পুলিশকর্মীদের লক্ষ্য করে ছুটে আসে ইট। ইটবৃষ্টি প্রতিহত করতে পালটা লাঠিচার্জ শুরু করে পুলিশ। অভিযোগ, পুলিশের লাঠির আঘাতেই মাথা ফেটে যায় এক মহিলার। আহত মহিলা স্কুল পড়ুয়ার অভিভাবক। আক্রান্ত মহিলাকে বাঁচাতে ততক্ষণে অন্যান্য অভিভাবকরা ছুটে এলে তাঁরাও লাঠিচার্জের মধ্যে পড়ে যান। এর জেরে বেশ কয়েকজন আহত হয়েছেন। কম বেশি আঘাত পেয়েছেন পুলিশকর্মীরাও।
[ফের শহরের স্কুলে ছাত্রীর শ্লীলতাহানি, কাঠগড়ায় বিনোদিনী গার্লস]
ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে ধস্তাধস্তির আগেই ছাত্রীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাই তাদের কোনও আঘাত লাগেনি। গোটা এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। অভিভাবকরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়লেন নাকি বহিরাগত কোনও গোষ্ঠী তা খতিয়ে দেখা হচ্ছে।
[উল্টোডাঙায় গৃহবধূ অর্চনা হত্যারহস্যে নয়া মোড়, চতুর্থ পুরুষসঙ্গী কে?]
The post ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় স্কুল চত্বরে ধুন্ধুমার, মাথা ফাটল অভিভাবকের appeared first on Sangbad Pratidin.