সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হবে সুপার কাপ (Super Cup)। এর আগে বড় সিদ্ধান্তের কথা জানিয়ে দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (All India Football Federation)। আসন্ন সুপার কাপে অংশগ্রহণকারী দলগুলি ছ’জন করে বিদেশী ফুটবলার মাঠে নামাতে পারবে। পাশের রাজ্য ওড়িশায় আয়োজিত হবে এই প্রতিযোগিতা। আগামী সোমবার, ১৮ ডিসেম্বর আসন্ন সুপার কাপের গ্রুপ বিন্যাস হবে।
ফেডারেশন জানিয়েছে সুপার কাপে প্রতিটি দল ৬ জন করে বিদেশি ফুটবলারের নাম নথিভুক্ত করতে পারবে এবং তাদের সবাইকেই প্রথম এগারোয় বা একসঙ্গে খেলানো যাবে। এশিয়ান ফুটবল কনফেডারেশন (AFC)-এর নিয়ম অনুসারে এই নিয়ম চালু করতে চলেছে ফেডারেশন।
[আরও পড়ুন: বাগানে ‘সৌরভ’ ছড়াবে অমর একাদশ, মূর্তি উন্মোচনে মহারাজ]
তবে পাঁচ জনের বেশি বিদেশি ফুটবলারকে দলে রাখা হলে, একজন ফুটবলারকে অবশ্যই এএফসি-র কোনও সদস্য দেশের ফুটবলার। এমনই নিয়মের কথা জানিয়েছে ফেডারেশন। যেহেতু সুপার কাপের চ্যাম্পিয়নরা ২০২৪-২৫-এর চ্যাম্পিয়ন্স লিগ ২-এ অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবে, সেই জন্যই এই নতুন বিদেশি-নীতি গ্রহণ করা হচ্ছে।
গতবার আইএসএলের ১১টি দলই সুপার কাপে অংশ নিয়েছিল। সঙ্গে পাঁচটি আই লিগের ক্লাবও অংশ নিয়েছিল সুপার কাপে। এবারও আইএসএলের সবকটি ক্লাব সরাসরি সুপার কাপ খেলতে পারবে। আই লিগ থেকে উঠে আসবে চারটি দল। সূত্র মারফত জানা গিয়েছে যে, শ্রীনিধি ডেকান, গোকুলাম কেরালা এফসি ও শিলং লাজং ইতিমধ্যেই সুপার কাপ খেলার জন্য রাজি হয়েছে। চতুর্থ দল হিসেবে ইন্টার কাশী ও রাজস্থান ইউনাইটেডের মধ্যে কোয়ালিফাই করবে একটি দল।