সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোজাগরী লক্ষ্মীপুজোর দিনই অঘটন। সিমেন্ট বোঝাই লরির ধাক্কায় প্রাণ গেল মোট ৬ জনের। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের বুড়ামালা বাজার এলাকার ৬ নম্বর জাতীয় সড়কের ঘটনায় নেমেছে শোকের ছায়া।
ঠিক কী হয়েছিল? খড়গপুরের বুড়ামালা বাজার এলাকার ৬ নম্বর জাতীয় সড়কের উপর গাড়ি দাঁড় করিয়ে তাতে ফুল তুলছিলেন ব্যবসায়ীরা। অন্তত ১৫ জন ছিলেন। সেই সময় হঠাৎই সিমেন্ট বোঝাই লরি চলে আসে। ধাক্কা মারে ওই ব্যবসায়ীদের। ঘটনাস্থলে ফুলের গাড়ির চালক এবং ৫ ব্যবসায়ীর মৃত্যু হয়। কমবেশি জখম হন সকলেই।
[আরও পড়ুন: পাতায় পাতায় বিপুল লেনদেনের হিসাব! আর কী রয়েছে জ্যোতিপ্রিয়র নাম লেখা ‘মেরুন ডায়েরি’তে?]
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় খড়গপুর থানার পুলিশবাহিনী। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। আহত চারজন মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের সকলের শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ওই সিমেন্টের লরির চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।