shono
Advertisement

জল ভেবে কার্বলিক অ্যাসিড নিয়ে খেলা! ক্যানিংয়ের স্কুলে আহত ৬ শিশু

আহত শিশুদের চিকিৎসা চলছে ক্যানিং মহকুমা হাসপাতালে।
Posted: 03:45 PM Jul 13, 2023Updated: 03:48 PM Jul 13, 2023

দেবব্রত মণ্ডল, বারুইপুর: জল ভেবে কার্বলিক অ্যাসিডের (Carbolic Acid) বোতল নিয়ে খেলতে গিয়ে বড়সড় বিপত্তি। অ্যাসিড গায়ে পড়ে আহত হল ৬ শিশু। আহত শিশুরা ক্যানিং (Canning) মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে। সেখানেই তাদের চিকিৎসা চলছে। ঘটনায় চিন্তিত অভিভাবকরা। প্রশ্ন উঠছে স্কুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। 

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, সদ্য শেষ হওয়া ভোটকর্মীদের জন্য ডিসিআরসি থেকে দেওয়া কিটে কার্বলিক অ্যাসিড (Carbolic Acid) দেওয়া ছিল। প্রত্যন্ত এলাকার ভোটকেন্দ্রগুলিতে পোকামাকড়ের উপদ্রব থাকে। সেসব এড়াতেই কার্বলিক অ্যাসিড দেওয়া হয়েছিল। কিন্তু ভোটগণনার পরও সেসব সরানো হয়নি। ফলে স্কুলচত্বরেই পড়ে ছিল কার্বলিক অ্যাসিডের বোতলগুলি।

[আরও পড়ুন: সম্ভবত আর বেঁচেই নেই বিদ্রোহী ‘পুতিনের রাঁধুনি’! প্রিগোজিন নিয়ে বিস্ফোরক দাবি আমেরিকার]

এরপর বুধবার প্রথম খোলে সোনাখালি প্রাইমারি স্কুল।  নির্দিষ্ট সময়ে স্কুলেও যায় বাচ্চারা। আর সেসময় খেলতে গেলে  কয়েকজন বাচ্চা ওই কার্বলিক অ্যাসিডের বোতলগুলি নিয়ে খেলা শুরু করে।  বোতলে জল ভেবে খেলতে গিয়ে তা বন্ধুদের মুখে ছুঁড়ে মারে এক শিশু। মুখে, হাতে তা লেগে পুড়ে পুড়ে যায়। জানা যাচ্ছে, এদের বয়স ৬ থেকে ১০ বছরের মধ্যে। তড়িঘড়ি তাদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে। সেখানে দ্রুততার সঙ্গে তাদের চিকিৎসা শুরু হয়েছে। ঘটনায় অত্যন্ত আতঙ্কিত অভিভাবকরা। স্কুলের মধ্যেই যদি এমন ঘটনা ঘটে, তাহলে সেখানে রোজ কীভাবে সন্তানদের পাঠাবেন, এই প্রশ্ন তুলছেন তাঁরা।

দেখুন ভিডিও: 

[আরও পড়ুন: পঞ্চায়েতে ৫১ শতাংশের মানুষের সমর্থন তৃণমূলে, দ্বিতীয় স্থানে বিজেপিকে টক্কর বাম-কংগ্রেস জোটের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার