shono
Advertisement

নন্দীগ্রামে নরকঙ্কাল! তদন্ত শুরু করল পুলিশ

কৃষকরা চাদর চাপা দেওয়া অবস্থায় কঙ্কালটি দেখতে পায়।
Posted: 09:43 PM Nov 24, 2023Updated: 09:03 AM Nov 25, 2023

চঞ্চল প্রধান, হলদিয়া: নন্দীগ্রামে ধান খেত থেকে উদ্ধার নরকঙ্কাল। শুক্রবার বিকেলে নন্দীগ্রামের ২ নম্বর ব্লকের বিরুলিয়া গ্রামে নরকঙ্কাল উদ্ধার হয়। ২৫ অক্টোবর থেকে নিখোঁজ থাকা ওই গ্রামেরই বাসিন্দা ৭০ বছরের বৃদ্ধ অনিল করের কঙ্কাল বলে পরিবারের দাবি। যদিও ডিএনএ পরীক্ষা রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। 

Advertisement

স্থানীয় বাসিন্দা অনিল করের বাড়িতে পারিবারিক অশান্তি ছিল। প্রায়ই ছেলে বউমার সঙ্গে কিছু না কিছু তর্কবিতর্ক চলত। তাতে ভীষণই অসন্তুষ্ট ছিলেন অনিল কর। গত ২৫ অক্টোবরেও বচসা হয়। তাঁর স্ত্রী শিবানী কর জানান, “অসন্তুষ্ট হয়ে স্বামী আমাকে বলেছিলেন, একদিন এমন কোথাও চলে যাব তার পর কোনওদিন আর দেখা পাবি না। বাস্তবে তাই তিনি করে দেখালেন।” সেদিন বিকেলের পর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। থানায় নিখোঁজ হওয়ার অভিযোগও জানিয়েছে পরিবার। কিন্তু কোথাও তার হদিশ মেলেনি।

[আরও পড়ুন: ফের বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পথেই হাঁটলেন বিচারপতি সিনহা]

শুক্রবার বিকেলে বিরুলিয়া শ্মশানের পাশে ধান কাটার সময় প্রথমে কৃষকরা একটি চাদর দেখতে পান। তারা বুঝতে পারে চাদরটি অনিলবাবুর। সেইমতো তাঁর বাড়িতে খবর পাঠান কৃষকরা। খবর পেয়ে অনিল বাবুর ছেলে খোকন কর ধানের মাঠে গিয়ে চাদর এবং তার কিছুটা দূরে একটা লুঙ্গি দেখে কঙ্কালটি তার বাবার বলে দাবি করেছেন। খোকনের দাবি, “বাবা দীর্ঘদিন পেটের অসুখে ভুগছিলেন। বহু ডাক্তার দেখিয়েও সেই সমস্যার সমাধান হচ্ছিল না। তিনি যন্ত্রণায় কষ্ট পেতেন। সে কারণে রাগের বশে শেষ পরিণতি ডেকে নিয়েছেন । তবে মৃত্যুর পিছনে পারিবারিক অশান্তির কারণ ঠিক মনে করছি না।” তবে বৃদ্ধের মৃত্যুর পিছনে যাই কারণ থাক, উদ্ধার হওয়া কঙ্কালের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ টেস্টে পাঠানো হবে বলে নন্দীগ্রাম থানা সূত্রে জানা গিয়েছে।

[আরও পড়ুন: প্রেমের ফাঁদে পা, তরুণীর নগ্ন ছবি ভাইরাল করে শ্রীঘরে যুবক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার