shono
Advertisement
BSF

গরু পাচারে বাধা দিতেই BSF-এর উপর হামলা, পালটা গুলিতে মৃত্যু পাচারকারীর

বাংলাদেশের পাশাপাশি ভারতের বিভিন্ন থানায় ১২ টি অভিযোগ রয়েছে মৃতের বিরুদ্ধে।
Published By: Tiyasha SarkarPosted: 01:08 PM May 14, 2024Updated: 01:08 PM May 14, 2024

শান্তনু কর, জলপাইগুড়ি: ফের সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানের গুলিতে কুখ্যাত পাচারকারীর মৃত্যুর অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির (Jalpaiguri) চাউলহাটি-ভাটপাড়া সীমান্তে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, মৃতের নাম কাজিরুল হক। দুই বাংলার কুখ্যাত দুষ্কৃতী ওই যুবক। সূত্রের খবর, সোমবার গভীর রাতে জলপাইগুড়ির চাউলহাটি-ভাটপাড়া সীমান্ত দিয়ে গরুপাচারের চেষ্টা করছিল কাজিরুল-সহ ১০ জনের একটি দল। বিষয়টি টের পাওয়ামাত্রই বাধা দেন সীমান্তে কর্তব্যরত জওয়ানরা। অভিযোগ, এর পরই পাচারকারীরা ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় জওয়ানদের উপর। গুলি চালানো হয় বলেও অভিযোগ। এর পরই গুলি চালায় জওয়ানরা। সেই গুলিতেই মৃত্যু হয় কাজিরুল হকের। পালিয়ে যায় কাজিরুলের সঙ্গীরা। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। বিএসএফের তরফে জানানো হয়েছে, কাজিরুল বাহিনীর হামলায় তিনজন বিএসএফ জওয়ান আহত হয়েছেন। এর পরই গুলি চালায় বিএসএফ।

[আরও পড়ুন: ক্যানসার আক্রান্ত ১০০ মহিলার পাশে রাজ্যপাল, শ্লীলতাহানি বিতর্কের মাঝেই অর্থসাহায্যের ঘোষণা]

জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তের ভাঙা মালি এলাকার বাসিন্দা কাজিরুল। এর আগেও পাচার-সহ একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বাংলাদেশের পাশাপাশি ভারতের বিভিন্ন থানায় ১২ টি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

[আরও পড়ুন: ৫ কোটি তোলা না পেয়ে দিল্লির গাড়ির শোরুমে গুলিবৃষ্টি! কলকাতা থেকে গ্রেপ্তার মাস্টারমাইন্ড]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানের গুলিতে কুখ্যাত পাচারকারীর মৃত্যুর অভিযোগ।
  • ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির চাউলহাটি-ভাটপাড়া সীমান্তে।
  • দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
Advertisement