shono
Advertisement

এভাবেও ফিরে আসা যায়! বিলুপ্তির পথ থেকে প্রত্যাবর্তন বারমুডার শামুককুলের

এই বিশেষ শামুকগুলি হারিয়ে গিয়েছে বলে মনে করেছিলেন সকলে৷ The post এভাবেও ফিরে আসা যায়! বিলুপ্তির পথ থেকে প্রত্যাবর্তন বারমুডার শামুককুলের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:21 PM Jun 17, 2019Updated: 09:22 PM Jun 17, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা৷ খালি খোলস আর ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখতে হবে না৷ বারমুডা দ্বীপের হারিয়ে যাওয়া শামুকরা ফিরে এসেছে-সশরীরে, সদলবদলে৷ ব্রিটেনের একটি চিড়িয়াখানার উদ্যোগে হাজার চারেক বিশেষ প্রজাতির শামুককে ফিরিয়ে আনা হয়েছে৷ যা দেখে খুশি বারমুডাবাসী৷ আর পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পেরে নিশ্চিন্ত পরিবেশবিদরাও৷

Advertisement

[ আরও পড়ুন: ঘোড়ায় চড়ে ম্যাচ দেখতে পাক সমর্থক! হেসে খুন নেটিজেনরা]

অনেকগুলো বছর ধরে বারমুডা দ্বীপের বিশেষ প্রজাতির, আকারে ছোট শামুক খুঁজে পাওয়া যাচ্ছিল না৷ সৈকতে সৈকতে শুধুই খোলস পড়ে ছিল৷ অনেকেই ভেবেছিলেন, বুঝি হারিয়েই গেল শামুকগুলো৷ তাই খোলসগুলি কুড়িয়েই সকলে নিজের সংগ্রহে রাখছিলেন আর মনখারাপ করছিলেন৷ কারণ, ওই শামুকগুলো একমাত্র তাদের জায়গারই বাসিন্দা৷ তাদের প্রায় নিত্যসঙ্গী৷ বারমুডার বন্যপ্রাণ সংরক্ষক মার্ক আউটারব্রিজের কথায়, ‘আমরা ভেবেছিলাম, অন্তত ৪০ বছর আগে এই শামুকগুলো বিলুপ্তির পথে চলে গিয়েছিল৷ গ্রেটার বারমুডা এলাকাতেও খোঁজ করেছি, পাওয়া যায়নি৷ কিন্তু আমাদের ভাবনায় ভুল ছিল৷’ তিনি আরও বলছেন, ‘একদিন আমাদের এক সহকর্মী হাতে করে শামুক নিয়ে এল৷ আমরা ভাবলাম, শুধুই খোলস বোধহয়৷ কিন্তু পরীক্ষা করে দেখলাম, খোলসের ভিতরে প্রাণ আছে৷ এত ছোট্ট প্রাণী তো, তাই বুঝতে সমস্যা হয়৷’

প্রায় হারিয়ে যেতে বসা শামুকগুলির প্রত্যাবর্তন নিয়ে কিন্তু বেশ রহস্য আছে৷ কেউ কেউ বলছেন, বাড়ির পাশে জলা জায়গায় কিংবা প্লাস্টিক ফেলার ডাস্টবিনের গায়ে গায়ে নাকি ওই ছোট ছোট শামুকগুলোকে দেখতে পান৷ তাঁরা সকলেই প্রথমে ভেবেছিলেন, ওগুলো ফাঁকা খোলস৷ কিন্তু হাতে নিয়ে দেখেন, ভিতরে মাংসল অংশ এবং তা সচল৷ এরপরই খবর পৌঁছায় বিভিন্ন গবেষণা সংস্থার কাছে৷ শামুকগুলিকে সংগ্রহ করে পরীক্ষানিরীক্ষা চলে৷ বোঝা যায়, বিলুপ্ত হতে হতেও কোনও এক কারণে এরা কিছুটা বংশবৃদ্ধি করতে পেরেছে৷ আর নিজেদের এলাকা ছেড়ে লোকালয়ে এসে পড়েছে, বাঁচার তাগিদে৷

[ আরও পড়ুন: মন্ত্রপূত চাল খাইয়ে চোর ধরার চেষ্টা! গুরুতর অসুস্থ ৫০ জন পড়ুয়া]

এটুকু বোঝার পর আর দেরি করেননি বন্যপ্রাণ সংরক্ষকের দল৷ গবেষণাগারে নিয়ে গিয়ে কৃত্রিম উপায়ে এদের প্রজননের ব্যবস্থা করা হয়৷ সংখ্যাটা অন্তত চারগুণ বাড়ানোর পর উপযুক্ত স্থানে ছাড়া হয়৷ আপাতত তারা বারমুডার চেস্টার চিড়িয়াখানার স্থায়ী বাসিন্দা৷ সেখানে সংরক্ষিত এলাকায় রয়েছে এই বিশেষ শামুকগুলো৷ নতুন আশ্রয়ে তারা দিব্যি আছে৷   

 

The post এভাবেও ফিরে আসা যায়! বিলুপ্তির পথ থেকে প্রত্যাবর্তন বারমুডার শামুককুলের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার