shono
Advertisement
Soldier 2

আসছে 'সোলজার ২', ববি দেওল কি থাকছেন? তথ্য জানালেন প্রযোজক রমেশ তুরানি

আগামী বছরই শুরু হবে শুটিং।
Published By: Suparna MajumderPosted: 10:18 AM Jul 17, 2024Updated: 04:55 PM Jul 17, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'গদর ২'র দুর্দান্ত সাফল্যের পর বলিউডের পরিচালক-প্রযোজকরা রিমেকের দিকেই ঝুঁকেছেন। এর আগে 'হামরাজ' সিনেমার রিমেক তৈরির কথা জানা গিয়েছিল। এবার পালা নয়ের দশকের আরেক সুপারহিট সিনেমা 'সোলজার'-এর। আগামী বছরই 'সোলজার ২' (Soldier 2) ছবির শুটিং শুরু হবে। এমনটাই জানিয়েছেন প্রযোজক রমেশ তুরানি। কিন্তু তাতে ববি দেওল (Bobby Deol) থাকবেন কি?

Advertisement

ফাইল ছবি

১৯৯৮ সালে সিনেমা হলে মুক্তি পেয়েছিল 'সোলজার'। রমেশ ও কুমার তুরানির প্রযোজনায় সেই ছবির পরিচালনার দায়িত্ব সামলেছিলেন আব্বাস-মস্তান। রাজ মালহোত্রা ওরফে ভিকি সিনহার চরিত্রে ববির অ্যাকশন প্যাকড রোল দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। ছবির নায়িকা ছিলেন প্রীতি জিনটা। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন রাখি গুলজার, ফরিদা জালাল, জনি লিভার, সুরেশ ওবেরয়, দলিপ তাহিল, শরৎ সক্সেনা, আশিস বিদ্যার্থী।

[আরও পড়ুন: মনোজ মুরলীর হাতের পেশিতে অস্ত্রোপচার, চিকিৎসার জন্য বাংলা ছেড়ে কেরলে কেন গেলেন শিল্পী?]

সেই ছবির রিমেকে কি ববি দেওলকে দেখা যাবে? প্রীতি জিনটা কি আবারও জুটি বাঁধবেন তাঁর সঙ্গে? প্রযোজক রমেশ তুরানির বক্তব্য, "আমরা এখনও কলাকুশলী নিয়ে নিশ্চিতভাবে কিছু ভাবিনি। কীভাবে গল্প সাজানো হবে তার উপরে নির্ভর করছে ববি আর প্রীতি এই নতুন ছবিতে কাজ করবেন কিনা।" তবে আগামী বছরই শুটিং শুরু হবে সেকথা নিশ্চিতভাবে জানিয়ে দিয়েছেন প্রযোজক।

প্রসঙ্গত, ববি দেওলের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত 'অ্যানিম্যাল'। ছবির নায়ক রণবীর কাপুর হলেও অল্প সময়ের উপস্থিতিতেই বাজিমাত করেন 'লর্ড ববি'। ‘আব্রার’ চরিত্রে তাঁর ‘জামাল কুদু’ নাচ তুমুল ভাইরাল সোশাল মিডিয়ায়। এখন ববি আবারও গ্ল্যামলাইটের সামনের সারিতে। যশরাজের স্পাই ইউনিভার্স 'আলফা'তেও দেখা যাবে তাঁকে। হাতে রয়েছে 'কাঙ্গুবা', 'হরি হর বীর মাল্লু'র মতো বিগ বাজেট তামিল, তেলুগু সিনেমা।

[আরও পড়ুন: মাথায় ঘোমটা, সিঁথিতে সিঁদুর, বউদি সোহিনীর গৃহপ্রবেশের ছবি শেয়ার করলেন ননদ দীপ্সিতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'গদর ২'র দুর্দান্ত সাফল্যের পর বলিউডের পরিচালক-প্রযোজকরা রিমেকের দিকেই ঝুঁকেছেন।
  • এর আগে 'হামরাজ' সিনেমার রিমেক তৈরির কথা জানা গিয়েছিল।
  • এবার পালা নয়ের দশকের আরেক সুপারহিট সিনেমা 'সোলজার'-এর।
Advertisement